বলিউড তারকাদের প্রেমের নতুন রীতি

বিজয় দেবরকোন্ডা

বিনোদন ডেস্ক : গত বছর পুরোনো সিনিয়দের পথে হেঁটে নানা লুকোচুরির পর বেশ কয়েকজন জনপ্রিয় বলিউড তারকা গাঁটছড়া বেঁধেছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে বলিউড তারকাদের প্রেমের রীতি বদলাচ্ছে নিয়মিতই। এখন লুকোচুরি এবং সমালোচনাকে তোয়াক্কা না করে অনেকটা ওপেনেই নিজেদের সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। সেই তালিকায় আলোচিত-জনপ্রিয় তারকা যেমন আছেন তেমনি তারকা সন্তানও রয়েছেন। পাশাপাশি একাধিক তারকা নিজেদের অর্ধেক বয়সীদের সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতেও বিন্দুমাত্র পিছপা হচ্ছেন না।

বিজয় দেবরকোন্ডা

ভিন্ন পথে প্রশংসিত

গতানুগতিক পথে না চলে শুরু থেকেই নিজের প্রেমের বিষয়টি গর্বের সঙ্গে ঘোষণা করেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং। এমনকি বিয়ে নিয়েও কোনো লুকোচুরির আশ্রয় নেননি। বেশ কয়েকবছর প্রেমের পর ভালোবাসার মাসেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন রাকুলপ্রীত সিং ও অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগানি। আসছে ২১ ফেব্রুয়ারি গোয়ায় রাজকীয় আয়োজনে বসতে যাচ্ছে বিয়ের আসর। এর আগেই তাদের বিয়ের কার্ড নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেকেই তাদের এমন সোজাসাপ্টা কাজের প্রশংসা করতে দ্বিধা করছেন না।

মন্ত্র ছাড়াই আশ্রয়!

বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেম ছিল বিনোদন জগতের ‘ওপেন সিক্রেট’। তারা কেউ জনসমক্ষে নিজেদের প্রেমের কথা স্বীকার না করলেও দুই তারকার অভিব্যক্তি দেখে তাদের সম্পর্ক নিয়ে প্রায় নিশ্চিত ছিলেন অনুরাগীরা। তবে শুরুতে পুরোনো রীতি মেনে চললেও কিছুদিন আগে নতুন রীতিতে চলছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। শোনা যাচ্ছে চলতি বছরই নাকি তাদের চার হাত এক হতে যাচ্ছে। বিষয়টি সম্প্রতি স্বীকারও করেছেন রাশমিকা। এমনকি বিয়ের আগেই প্রেমিকের ওপর পূর্ণ ভরসা করা শুরু করেছেন তিনি। যেকোনো কাজই বিজয়ের পরামর্শ ছাড়া করেন না বলেও জানিয়েছেন রাশমিকা।

চাপে পড়ে বিয়ে!

রাশমিকার সঙ্গে তাল মিলিয়ে গত বছরই অভিনেতা বিজয় বার্মার সঙ্গে প্রেমের সিলমোহর দিয়েছেন তামান্না ভাটিয়া। এরপর থেকেই প্রেম কবে পরিণতি পাবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। তামান্না-বিজয়ও নানা সময় প্রেম-বিয়ে নিয়ে খোলামেলা কথা বলছেন। তবে সম্প্রতি বিয়ে প্রশ্ন নিয়ে অনেকটাই বিরক্ত বলে জানান এই তারকা জুটি। শুধু গণমাধ্যমকর্মী-ভক্তরা নয়, তাদের পরিবার থেকেও বিয়ে নিয়ে নানা কথা শোনানো হচ্ছে। সব মিলিয়ে গাঁটছড়া বাঁধার আগ অবধি তাদের রেহাই নেই বলেও মন্তব্য করেছেন তারা। বাড়ির চাপে পড়ে বিয়েটা করেই ফেলবেন, নাকি আরো কিছু দিন চুটিয়ে প্রেম করবেন বিজয়-তামান্না, সেটা অবশ্য তারাই বলতে পারবেন।

ট্রল মানে না বাধা!

নিজের চেয়ে দ্বিগুণের বেশি বয়সের প্রেমিক জুটিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা ও ট্রলের শিকার হচ্ছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তবে সেগুলোকে পাত্তা না দিয়ে নিয়মিতই ডেটিং করে বেড়াচ্ছেন অনন্যা পাণ্ডে-আদিত্য রায় কাপুর। শুধু নিজ দেশে নয়, নানা সময় বিদেশের মাটিতে তাদের একান্তে সময় কাটানো মুহূর্ত ভাইরাল হয়েছে। এমনকি সম্প্রতি নিজের টি-শার্টে কাপুর শব্দ লিখে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন।

কাজ নয়, প্রেমেই প্রথম!

অনন্যা-জাহ্নবির মতো অনেক তারকা কন্যাই বলিউড যাত্রা শুরু করেছেন। সেই তালিকায় সুপারস্টার শাহরুখ কন্যা সুহানা খান এবং অমিতাভের নাতি অগস্থাও রয়েছেন। কিছুদিন আগে একই সিনেমা দিয়ে যাত্রা শুরু হয়েছে তাদের। তবে কাজটি তেমন আলোচনার জন্ম না দিলেও তাদের ওপেন প্রেমের বিষয়টি ঠিকই আলোচনার কেন্দ্রে থাকছে। নানা জায়গায় সময় কাটানোর মুহূর্ত সামনে আনছেন তারা। দুই পরিবারের সম্মতিতেই নাকি এতটা বেপরোয়া হয়ে পড়েছেন তারা।