নেট দুনিয়া কাঁপাচ্ছে ভরপুর রোমান্সের নতুন এই ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

Love In Goa

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন।

Love In Goa

বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের।

তবে এই ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে। যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয়।

| Love In Goa - Love Has No Gender | Trailer -1 | Releasing This Friday |

প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। এক একটি ওয়েব সিরিজে লজ্জার সমস্ত সীমা লঙ্ঘন করা হয়। সম্প্রতি সিনেপ্রাইমে একটি ওয়েব সিরিজ রিলিজ করেছে যা দেখে রাতের ঘুম উড়ে যাবে আপনার।

বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম সিনেপ্রাইমের সর্বশেষ ওয়েব সিরিজ ‘লাভ ইন গোয়া’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। এটি ফ্যান্টাসি, ড্রামা এবং রোমান্স জেনারের ওয়েব সিরিজ। এই গল্পের প্রধান চরিত্র জিনি ও নিশা। তাঁরা দুজনেই গোয়াতে ছুটি কাটানোর পরিকল্পনা করে।

ছেলেরা গুগলে এই ৫ টি জিনিস বেশি সার্চ করে

একদিন সমুদ্র সৈকতে দেখা হয় দুজনের। দুজনে ভালো বন্ধু হয়ে যায় এবং একসাথে আড্ডা দেওয়া শুরু করে। এরপর তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়ে যায়। এরপর কি হবে, জানতে এই ওয়েব সিরিজ অবশ্যই দেখতে হবে।