লাইফস্টাইল ডেস্ক : নারী পুরুষ একে অপরের প্রেমে পড়েন, এ নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। আর কথায় বলে প্রেম অন্ধ হয়। সে কিছু দেখে না। শুধুমাত্র ভালবাসাকে গুরুত্ব দেয়, সম্মান করে। কিন্তু প্রেম অন্ধ হয় কেন? কেন মানুষ প্রেমে পড়লে আর কিছু ভেবে দেখার অবকাশ রাখেন না?
কেন অন্ধের মত কেবল ভালবাসায় গুরুত্ব দেন? আর সবকিছুর ওপরে প্রেমকে গুরুত্ব দেওয়াটা জানা থাকলেও এবার বিজ্ঞানীরা এর কারণও বার করে ফেললেন।
প্রেমে পড়লে তথাকথিত হ্যাপি হরমোন বা খুশির হরমোন দেহে বার হতে থাকে। হ্যাপি হরমোন বলে পরিচিত হলেও তার নাম অক্সিটোসিন। এই অক্সিটোসিন নিঃসৃত হতে শুরু করলে মানুষ ভালবাসার ভাল লাগা বা ইউফোরিয়া অনুভব করতে শুরু করেন।
১ হাজার ৫৫৬ জন তরুণ তরুণী, যাঁরা প্রেমে পড়েছেন, তাঁদের নিয়ে একটি গবেষণা করে বিজ্ঞানীরা এই অন্ধ প্রেমের কারণ খুঁজে বার করেছেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, অক্সিটোসিন হরমোন রোমান্টিক প্রেমে আরও বেশি করে জাগ্রত হয়।
এই প্রেম আদপে মানুষ যখন বনমানুষ থেকে মানুষে রূপান্তরিত হয় সেই সময় থেকেই চলে আসছে। যখন মানুষ প্রেমে পড়ে তখন মস্তিষ্ক একটু অন্যভাবে কাজ করতে শুরু করে।
তখন এই প্রেমের টানকে মস্তিষ্ক আর সব কিছুর ওপরে রেখে সেটিকেই মস্তিষ্কের মধ্যবিন্দু করে তোলে। যাকে কেন্দ্র করে বাকি সব ঘুরতে পারে। কিন্তু বাকি কিছুই প্রেমের আগে থাকবেনা।
এ থেকেই কার্যত মানুষ প্রেমে অন্ধ হয়ে পড়েন বলে মনে করছেন বিজ্ঞানীরা। যা বহু বহু কাল ধরে চলে আসায় মানব মস্তিষ্কে একটা স্থায়ী জায়গা করে নিতে পেরেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।