প্রেম নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন রাকুল প্রীতি সিং

রাকুল প্রীতি সিং

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নতুন নয়। গত বছরের অক্টোবরে জন্মদিনে মুখ খুলেছিলেন রাকুল। সে সময় অভিনেতা, প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছিলেন রাকুল। গুঞ্জন তবু থামেনি। সবশেষ মুম্বাইয়ে দিওয়ালিপূর্ব এক পার্টিতে গুঞ্জনের বিষয়টি সামনে আসে।

রাকুল প্রীতি সিং

এ নিয়ে এক পাপারাজ্জি প্রশ্ন করেন রাকুলকে। জবাবে সবকিছু অহেতুক বলেন উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, ওই পার্টিতে রাকুলের সঙ্গে ছিলেন জ্যাকি। সেখানে পাপারাজ্জির সামনে পোজ দেওয়ার সময় অভিনেত্রীকে বিয়ের গুঞ্জন বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। এসময় তিনি তার সম্পর্কের কথা অহেতুক বলে জানান। আমি আমার জীবনের খবর জানি না?

ঘটনাটির পর থেকে এখনও রাতে ঘুমাতে পারেন না ক্যাটরিনা

১৪ অক্টোবর মুক্তি পেয়েছে রাকুল অভিনীত ডক্টর জি। এতে তার সঙ্গে রয়েছেন আয়ুষ্মান খুরানা ও শেফালি শাহ। ভবিষ্যতে থ্যাঙ্ক গড নামের চলচ্চিত্রে সিদ্ধার্থ মালহোত্রা ও অজয়​দেবগণের সঙ্গে দেখা যাবে তাকে।