বিনোদন ডেস্ক : সদ্য প্রেমের সম্পর্কের তরী ডুবেছে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাট ও বিজয় ভার্মার। বি- টাউন জুড়ে আলোচনার ঝড়, কম যান না অনুরাগীরাও। প্রেমের সম্পর্ক ভাঙলেও বন্ধুত্বের সম্পর্ক আজীবন থাকবে জানিয়েছিলেন তারা।
এদিকে সম্পর্কের ইতি ঘটতেই সামনে আসতে শুরু করেছে নতুন তথ্য, নতুন প্রশ্ন। তেমনই একটি সন্দেহ, তামান্না-বিজয় কি আসলেই প্রেমের সম্পর্কে ছিলেন? নাকি একে অন্যের প্রতি যৌনতায় আসক্ত ছিলেন। প্রশ্নটি উঠেছে এক সাক্ষাৎকারে ভালোবাসা ও লালসা নিয়ে তামান্না ও বিজয়ের মন্তব্যের ওপর ভর করে।
‘লাস্ট স্টোরিজ় ২’ ছবিতে কাজের সময় থেকে দু’জনের প্রেমের সম্পর্কের শুরু। ওই ছবি প্রোমোশনের সময় এক সাক্ষাৎকারে তারকা জুটিকে প্রশ্ন করা হয়েছিল, ভালোবাসা ছা়ড়া কি নারী-পুরুষ গভীর সম্পর্কে জড়ানো যায়?
বিয়ের জন্য পাগল হয়েছিলেন তামান্না, সেকারণেই বিচ্ছেদ বিজয়ের সঙ্গে!
তমন্না বলেছিলেন, ‘আমার এই নিয়ে কোনো মতামত নেই। হতেই পারে কেউ ভালোবাসা ছাড়া গভীর সম্পর্কে জড়াচ্ছেন। ভালোবাসা মানে স্বাধীনতা। আমার কাছে গিভ এন্ড টেক ভালোবাসার বহিঃপ্রকাশ। আসলে লালসা হলো, ভীষণভাবে কোনো কিছুর কামনা করা।’
একই প্রশ্নের জবাবে বিজয় বলেন, ‘আলাদা আলাদা মানুষের অভিজ্ঞতাও ভিন্ন। কারও চোখে ভালোবাসা মানে একে অন্যের প্রতি আসক্তি। আবার এমনও হতে পারে, শারীরিক সম্পর্ক থেকেই প্রেমে পরিণত হয়। কারও ক্ষেত্রে দুটোই সম্পর্কিত। আসলে লালসা হলো অস্থির আবেগের বহিঃপ্রকাশ।’
বিজয়ের কাছে ভালোবাসার সংজ্ঞা জানতে চাইলে তিনি বলেন, ‘ভালোবাসার অর্থ অনেক গভীর। অন্য দিকে ভালবাসা দীর্ঘকালীন। ভালোবাসা মানুষকে শান্তি দেয়।’
২০২৩-এ বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল তামান্না-বিজয়কে। সে বছরের শুরুতে গোয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তামান্না। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডে ছড়িয়ে যায় বিজয় ও তামান্নার প্রেমকাব্য। অপেক্ষা ছিল গাঁটছড়া বাঁধার। কিন্তু তার আগেই বাজল বিচ্ছেদের সুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।