বিনোদন ডেস্ক : প্রয়াত যশ চোপড়া বলিউডে নির্মাণ করেছিলেন ‘বীর জারা’। দেশের সীমানা অতিক্রম করা প্রেম কাহিনিটি মুক্তি পাওয়ার ১৮ বছর পর পাকিস্তানে নির্মিত হচ্ছে ‘আসমান বোলে গা’। বৈরী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের এক প্রেমিক যুগলের সংগ্রামের কাহিনি এটি। নামটির বাংলা করলে দাঁড়ায়, ‘আকাশ বলবে’।
‘বীর জারা’য় ভারতীয় তরুণ ও পাকিস্তানি তরুণীর প্রেম দেখা গেলেও নতুন ছবিতে এর উল্টোটা দেখা যাবে। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
সেখানে বলা হয়, মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির পরিচালক শোয়েব মনসুর। খোদা কি লিয়ে ও বোল-খ্যাত ষাটোর্ধ্ব এই পরিচালকের উপস্থাপনায় এবার সীমান্তকে দেখা যাবে নতুন ‘চরিত্রে’। মনসুরের ছবিতে সব সময়ই সামাজিক ও রাজনৈতিক বিষয় বিশেষ ভূমিকা নিয়ে থাকে। এবারও তা-ই হচ্ছে।
শোয়েব মনসুর জানিয়েছেন, ছবিটি তৈরি হচ্ছে সত্যি ঘটনাকে কেন্দ্র করে। তবে কোনো ঐতিহাসিক পটভূমি নয়, ‘আসমান বোলে গা’য় দেখানো হবে সমসাময়িক প্রেক্ষাপট। আর সীমান্ত সংশ্লিষ্ট ছবি, ফলে দুই দেশের সমাজ-রাজনৈতিক সম্পর্কের প্রভাব তো থাকবেই।
পরিচালক বলেন, বছরের মাঝামাঝি মুক্তি পেতে পারে ছবিটি। শুধু প্রেমই থাকছে না, পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে পুরো গল্প সাজানো হয়েছে। ভারতীয়রা যদি এ ভিন্ন বাস্তবতা অল্প হলেও বুঝতে পারেন, তাহলে মনে করব আমার উদ্দেশ্য সফল।
তবে ভারতে ছবিটি মুক্তি পাবে না। কারণ ২০১৬ সালে ভারতে পাকিস্তানি ছবি মুক্তি দেয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে সর্বশেষ ২০১১ সালে শোয়েবের ‘বোল’ মুক্তি পায় ভারতে। এখন পরিচালক চান নেটফ্লিক্স বা কোনো ওটিটিতে ছবিটি প্রকাশ করতে। যদিও ভারতীয় প্রভাবের কারণে নেটফ্লিক্সে দেখানোর সম্ভাবনা নিয়ে সন্দিহান তিনি। শেষ ভরসা হিসেবে ইউটিউবের কথা ভাবছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।