বিনোদন ডেস্ক : বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সফলতম সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকমহলে বিপুল সাড়া জাগিয়েছিল। সেই সঙ্গে গড়ে দিয়েছিল নায়ক ফেরদৌসের ক্যারিয়ার। ছবিটি এতো জনপ্রিয়তা পেয়েছিল যে, প্রেক্ষাগৃহ ছাড়াও বিভিন্ন অঞ্চলে ভিসিডি আকারে ছড়িয়ে যায় এর কপি। আর এই ভিসিডি কিনতে গিয়েই হলো দুই তরুণ-তরুণীর প্রেম!
বাস্তবে না, প্রেমটা হয়েছে নাটকের গল্পে। তাই সিনেমার নামেই নাটকটির নামকরণ করা হয়েছে। নির্মাণ করেছেন রুবেল আনুশ। আর এতে সেই ৯০ দশকের তরুণ-তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।
নাটকটির গল্প সম্পর্কে ধারণা দিয়ে নির্মাতা রুবেল আনুশ বললেন, “সিনেমার ভিসিডি নিয়ে গল্পটা এগিয়েছে। গল্পের নায়ক একটি ভিসিডি দোকান চালায়। আর সেখানে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার ভিসিডি কিনতে যায় নায়িকা। এরপর কথায় কথায় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।”
নিরেট প্রেমের গল্পের সঙ্গে ফেলে আসা স্মৃতিময় সময়ের চিত্র ফুটিয়ে তুলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন নির্মাতা রুবেল আনুশ। তার আগের একাধিক কাজেও এই ছাপ দেখা গেছে। নতুন নাটকটি নিয়ে তার মন্তব্য, ‘ভিসিডিতে সিনেমা দেখা আমাদের অনেকের শৈশব-কৈশোরের সুন্দর স্মৃতিগুলোর একটি। সেই সময়টাকে তুলে আনার চেষ্টা করেছি। ইয়াশ ও তটিনী দুজনেই চমৎকার অভিনয় করেছেন। আশা করছি তাদের রসায়ন আর গল্পটা দর্শকের ভালো লাগবে।’
‘হঠাৎ বৃষ্টি’ নাটকে আরও অভিনয় করেছেন শামীম, আনোয়ার, রনি, শাহিল প্রমুখ। এর চিত্রনাট্য লিখেছেন আব্রাহাম তামিম। আগামী ১৪ জুলাই (শুক্রবার) দুপুর ৩টায় এনটিভিতে প্রচার হবে নাটকটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।