বিনোদন ডেস্ক : টালিগঞ্জে যেন বিয়ের মৌসুম শুরু হয়েছে। এই কদিন আগেই চার হাত এক হয়েছে অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও পিয়া চক্রবর্তীর। এর পর বিয়ের ঘোষণা দেন অভিনেত্রী দর্শনা বণিক ও অভিনেতা সৌরভ দাস। তবে তাদের বিয়েটা সপ্তাহ খানেক পরে।
এই ফাঁকেই মালাবদল করছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পারিবারিক আয়োজনেই প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে বিয়ে করছেন তিনি। এর মাধ্যমে তাদের বেশ কিছু দিনের প্রেম পূর্ণতা পাচ্ছে।
দিন চারেক আগে বাগদান হয়েছে সন্দীপ্তা-সৌম্যর। এবার বিয়ে। সবমিলিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। এর ফাঁকেও একান্ত কিছু কথা জানিয়েছেন। কীভাবে সৌম্যকে মন দিয়েছেন, কোন গুণে মুগ্ধ হয়েছেন, এসভিএফের (প্রযোজনা প্রতিষ্ঠান) একটি ভিডিও সাক্ষাৎকারে সেসব জানালেন অকপটে।
সৌম্য মুখোপাধ্যায় মূলত ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র উচ্চপদস্থ কর্মকর্তা। সেই সূত্রেই দুজনের পরিচয় ও আলাপ। আর ওই আলাপ গড়িয়েছে প্রেমে। সন্দীপ্তা জানান, অনেক দিন কথাবার্তা চলার পর তারা বুঝতে পারেন, একে-অপরকে পছন্দ করেন। আর ভালোবাসার ডাক প্রথম এসেছিল সৌম্যর কাছ থেকে।
সেই ডাকে কী দেখে সাড়া দিয়েছেন সন্দীপ্তা? জবাবে তিনি বলেন, ‘সৌম্য পুরো মানুষটাকেই আমার ভালো লেগেছে। ওর সততা খুব ভালো লাগে। একজন জেনুইন, ভালো মনের মানুষ। একদমই শো-অফ করে না। আর কেউ সৎ হলে সেটা তার চোখে-মুখে প্রকাশ পায়। এছাড়া ওর প্রচণ্ড মিষ্টি একটা হাসি।’
সন্দীপ্তা জানান, বাঙালির চিরচেনা ধাঁচেই বিয়ের আয়োজন সাজানো হচ্ছে। তিনিও সাবেকি ঢঙে বেনারসি শাড়ি পরবেন। বিয়ে নিয়ে সন্দীপ্তার ছোট্ট ভাবনা, ‘প্রত্যেক মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, বিয়েটা একটা স্বপ্নের মধ্যে পড়ে। আমার জীবনে নতুন জার্নি শুরু হচ্ছে। আশা করছি আপনারা আমাকে শুভকামনায় রাখবেন। আশীর্বাদ করবেন, যেন আমরা ভালো থাকি।’
উল্লেখ্য, টেলিভিশন অভিনেত্রী হিসেবেই সন্দীপ্তার খ্যাতি। বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিরিয়ালের মুখ্য ভূমিকায় তাকে দেখা গেছে। এর মধ্যে ‘দুর্গা’, ‘টাপুর টুপুর’, ‘তুমি আসবে বলে’ ইত্যাদি অন্যতম। এছাড়া ‘একান্নবর্তী’, ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’ নামের সিনেমাগুলোয় অভিনয় করেছেন। পাশাপাশি তাকে পাওয়া গেছে ‘আস্তে লেডিস’, ‘মার্ডার ইন দ্য হিলস’, ‘শিকারপুর’, ‘নষ্টনীড়’ ইত্যাদি ওয়েব সিরিজে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।