বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এন্ট্রি লেভেলের নতুন স্মার্টফোন বাজারে এনেছে ওয়ানপ্লাস। মডেল ওয়ানপ্লাস নর্ড২০ এসই। সাশ্রয়ী দামের এ ফোনে বড় ডিসপ্লের পাশাপাশি রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা।
ওয়ানপ্লাসের নতুন এ ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। ওয়াটার ড্রপ স্টাইল নচ ডিসপ্লে, ৬.৫৬ ইঞ্চি। রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম। স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ডের স্লট ব্যবহারের সুযোগ রয়েছে।
ডুয়েল ক্যামেরার এ ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
ব্লু ওয়েসিস এবং সেলেসিয়াল ব্ল্যাক কালারের এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম বেসড অক্সিজেন ওএস ১২। ৫ হাজার এমএএইচ ব্যাটারির এ ফোন ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৩৪ মিনিট। পাশপাশি রয়েছে সুপার পাওয়ার সেভিং মোড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।