বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে স্বল্পমূল্যের নতুন ফিচার ফোন ‘জি৮৮’ নিয়ে হাজির হয়েছে গ্রামীন ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল)। ক্যামেরা, বড় ব্যাটারি, ওয়্যারলেস এফএম রেডিওসহ নানা ফিচারে সমৃদ্ধ এই ফোনটির বাজারমূল্য ১৪৯০ টাকা।
গত (২১ জুলাই) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে জিডিএল।
জি৮৮ ফিচার ফোনটিতে আছে ২.৮ ইঞ্চির ডিসপ্লে এবং ২৯৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি। এমটিকে৬২৬১ডি চিপসেটের পাশাপাশি এতে আছে ৩২ এমবি র্যাম ও ৩২ এমবি রম।
ফোনটির পেছনে আছে ০.০৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এতে হেডফোন ছাড়াই শোনা যাবে ওয়্যারলেস এফএম রেডিও।
এছাড়া ফোনটিতে থাকছে বড় আকৃতির এফ৮ টর্চ, ফলে গ্রামাঞ্চলে ব্যবহারের জন্য এটি বেশ উপযোগী একটি ডিভাইস। কালো, নীল, সবুজ ও হালকা সবুজ- এই চারটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে জি৮৮ ফোনটি।
দেশজুড়ে গ্রামীন ডিস্ট্রিবিউশন লিমিটেডের (জিডিএল) ১৪ হাজার রিটেইল শপে বর্তমানে পাওয়া যাচ্ছে ‘জি৮৮’ ফিচার ফোনটি। তাঁদের নিজস্ব ৩৬টি সার্ভিস সেন্টারে পাওয়া যাবে ৭ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।