Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ‘সুলভ’ মূল্যের মাংসে আগ্রহ নেই নিম্ন আয়ের মানুষের
জাতীয়

‘সুলভ’ মূল্যের মাংসে আগ্রহ নেই নিম্ন আয়ের মানুষের

Saiful IslamMarch 29, 20235 Mins Read
Advertisement

জুবায়ের আহমেদ : সম্প্রতি গরু ও খাসির মাংসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় রমজান মাস উপলক্ষে ‘সুলভ’ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি কার্যক্রম শুরু করে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ফ্রিজিং ভ্যানে করে রাজধানীর ২০টি স্থানে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। তবে যাদের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে, সেই নিম্ন আয়ের মানুষদেরই খুব একটা আগ্রহ নেই এসব ভ্যানের পণ্যে। তারা বলছেন, ‘সুলভ’ মূল্যের পণ্যের যে দাম নির্ধারণ করা হয়েছে তাও তাদের জন্য অনেক বেশি। তাছাড়াও একটি পণ্য কিনতে গেলে সঙ্গে অন্য একটি পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। এ কারণেই ইচ্ছা থাকলেও কেনা সম্ভব হচ্ছে না তাদের।

‘সুলভ’ মূল্যের মাংস

এছাড়া ছাড়াও খোলাবাজারে (ওএমএস) ‘ট্রাক সেল’-এর মাধ্যমে চাল ও আটা বিক্রি করছে খাদ্য মন্ত্রণালয় এবং ডিলারদের মাধ্যমে তেল, চিনি, ডাল, ছোলাসহ নিত্য পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এরই মধ্যে টিসিবি থেকে বরাদ্দ পাওয়া পণ্যের স্টক ফুরিয়ে গেছে অনেক ডিলারের, তাই বন্ধ রাখা হয়েছে পণ্য বিক্রি। আর ওএমএস-এর ট্রাক সেল চালু রয়েছে, সেগুলোতে সেহরির পর থেকেই অপেক্ষা করছেন নিম্ন আয়ের মানুষ।

‘সুলভ’ মূল্যের মাংস কিনছেন মধ্যবিত্তরাই
সোমবার (২৭ মার্চ) রাজধানীর কয়েকটি পয়েন্টে ঘুরে দেখা গেছে, ফ্রিজিং ভ্যানগুলোর সামনে মাংস কেনার জন্য যারা আসছেন তাদের বেশিরভাগই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত। আর স্বল্প আয়ের মানুষ যারা আসছেন, তারা দাম শুনে চলে যাচ্ছেন। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘সুলভ’ মূল্যকেও ‘বেশি দাম’ মনে করছেন নিম্ন আয়ের মানুষ। এছাড়া যেকোনও একটি পণ্য কেনার সুযোগ না থাকায় ইচ্ছে থাকলেও মাংস, দুধ কিংবা ডিম কোনোটাই কেনা হচ্ছে না তাদের।

‘সুলভ’ মূল্যের মাংস

কালশীতে একটি ফ্রিজিং ভ্যানের সামনে এসেছিলেন মো. হোসেইন। কিছু না কিনেই ফিরে যাচ্ছিলেন তিনি। কিছু নিলেন না কেন, জানতে চাইলে বলেন, ‘মাংস কেনার সামর্থ্য তো নাই। একটু কম দামে ডিম বেচতেছে দেখে আসছিলাম। কিন্তু জানলাম যে শুধু ডিম বেচবে না। অন্য আরেকটা জিনিস (দুধ কিংবা মাংস) সঙ্গে কিনতে হবে। লগে এত টাকা নাই। এগুলা শুধু শুধুই, আমাদের পক্ষে মাংস কেনা সম্ভব না।’

একই পয়েন্টে গরুর মাংস কিনতে এসেছেন গৃহিণী নাজনীন জুঁই। আগের দিনও মাংস নিয়ে গেছেন তিনি। বলেন, ‘গতকাল আধা কেজি নিয়েছি। ভেবেছিলাম কেমন না কেমন হবে; কিন্তু রান্নার পর বাসার সবাই পছন্দ করেছে। তাই আজ আবার নিতে এসেছি।’ আজ গরুর মাংসের সঙ্গে দুধ ও মুরগির মাংসও কিনবেন বলে জানান তিনি।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই উদ্যোগ ‘প্রশংসনীয়’ মন্তব্য করে আরেক ক্রেতা ইয়াসিন আলম বলেন, ‘বাজারের থেকে এখানে গরুর গোস্ত কেজিতে ১১০ টাকা কম। দুধও এখানে ৮০ টাকা, যা বাইরে ৯০-১০০ টাকা। এগুলো তো সারা রমজানে ধরে কিনতেই হবে। একটু কমে পেলে ভালো না!’

প্রাণিসম্পদের উদ্যোগে গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসিং করা (চামড়া ছাড়া) ব্রয়লা মুরগির প্রতি কেজি ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও ডিম প্রতি পিস ১০ টাকা মূল্যে বিক্রয় করা হচ্ছে। গরু, খাসি ও মুরগির মাংস সর্বনিম্ন আধা কেজি করে কেনা যাচ্ছে। রাজধানীর সচিবালয় সংলগ্ন আবদুল গণি রোড, খামারবাড়ি, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদনের সামনে, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুনবাজার, মিরপুরের কালশী, খিলগাঁও রেলগেট, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুরের বছিলা, উত্তরার দিয়াবাড়ি, যাত্রাবাড়ী, গাবতলী, হাজারীবাগ, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর ও রামপুরায় এসব পণ্য বিক্রি করা হচ্ছে।

কালশী পয়েন্টে ‘সুলভ’ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির দায়িত্বে থাকা মো. মামুন জানান, ‘এখান থেকে সর্বনিম্ন আধা কেজি মাংস কেনা যাবে। তবে সঙ্গে দুধ বা ডিম বা যেকোনও দুটি পণ্য একসঙ্গে কিনতে হবে। ধীরে ধীরে লোক বাড়ছে। গরুর মাংসের প্রতিই সবার আগ্রহ বেশি, এর জন্য সঙ্গে আরেকটা পণ্য কেনা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।’

অল্প কয়েকজন ছাড়া পণ্যের দাম নিয়ে কেউ আপত্তি জানায়নি মন্তব্য করে তিনি বলেন, ‘যারা নিতে আসেন তাদের বেশিরভাগ জেনেই আসছেন। তবে কেউ কেউ শুধু দাম শুনে চলে যাচ্ছেন।’

ফুরিয়ে গেছে টিসিবি’র পণ্য
রোজা উপলক্ষে সারা দেশে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে কম দামে পণ্য বিক্রি করছে টিসিবি। তবে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা পণ্য না পাওয়ার অভিযোগ রয়েছে কার্ডধারীদের। আবার অনেক ডিলারের বরাদ্দ পাওয়া পণ্য ইতোমধ্যে শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন। ফলে বন্ধ রেখেছেন পণ্য বিক্রি।

টিসিবি’র পণ্য

সোমবার (২৭ মার্চ) কয়েকটি পয়েন্টে গিয়ে দেখা গেছে, পণ্য বিক্রি শেষ হয়ে যাওয়ায় দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। ডিলাররা বলছেন, পরে পণ্য এলে আবারও চালু করা হবে।

এই প্রসঙ্গে মিরপুর বাউনিয়াবাদ এলাকার বিক্রেতা ও টিসিবি ডিলারস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম বলেন, ‘গত ১৯ তারিখ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়, এর চার-পাঁচ দিনের মধ্যেই অনেক ডিলার তাদের পণ্য বিক্রি শেষ করেছে। এর আগে প্রায় আড়াই মাস পণ্য বিক্রি বন্ধ এবং রমজান মাস হওয়ায় এবার পণ্যের চাহিদা বেশি। অনেক আগে আগেই পণ্য কেনার জন্য ক্রেতাদের ভিড় ছিল।’ এছাড়া ফ্যামিলি কার্ড হওয়ায় পণ্য বিক্রিও সহজ হয়েছে বলে দাবি এই ডিলারের।

ডিলাররা কার্ডধারীদের পণ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন দাবি করে তিনি বলেন, ‘একজন ডিলার ২ হাজার লোকের পণ্য বরাদ্দ পান। কিন্তু চাহিদা আরও বেশি। সবাইকে দেওয়ার চেষ্টা করি আমরা। এটাও সত্য যে অনেকেই টিসিবির পণ্য নিতে পারে নাই। ভিড় ঠেলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে বলে হয়তো অনেকে ফিরেও গেছেন।‘

রমজান উপলক্ষে টিসিবি থেকে ৫৭০ টাকা প্যাকেজে তেল, চিনি, খেজুর, ছোলা ও ডাল বিক্রি হচ্ছে।

সেহরির পর থেকেই ট্রাক সেলে ভিড়
রুটিন করে এখনও প্রতিনিয়ত ওএমএস ট্রাক সেলে মানুষ আসে জানিয়ে কাজীপাড়ায় ট্রাক সেলের দায়িত্বে থাকা উপ-খাদ্য পরিচালক আবুল হোসেন বাদল বলেন, ‘আজ সকালে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকও বেড়েছে। যারা এখানে আসেন তারা এখন নিয়মিতই…পরিচিত মুখ। এর বাইরে মাঝে মাঝে লোক সংখ্যা বাড়ে। এখন আর কাগজ দেখা হয় না, যে কেউ লাইনে দাঁড়ালেই রেশন পাবে।’

সেহরি খেয়েই ওএমএস থেকে রেশন নিতে এসেছেন সুলতানা বেগম। গেলো এক বছর নিয়মিতই ট্রাক থেকে পণ্য সংগ্রহ করেন বলেও জানালেন তিনি। শুরুতে লজ্জা লাগলেও এখন অভ্যস্ত হয়ে গেছেন জানিয়ে তিনি বলেন, ‘যেই টাকা আছে ওই টাকা দিয়াই তো চলতে হইবো। লজ্জা কইরা কী লাভ।’ সূত্র : বাংলা ট্রিবিউন

মুরগীর দাম ৫ মিনিটে কমে গেল

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আগ্রহ আয়ের নিম্ন নেই: মানুষের মাসে মূল্যের সুলভ
Related Posts
বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোড় ঘোরানো আটটি ঘটনা

December 16, 2025
ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

December 16, 2025
নির্বাচন ও গণভোট

সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে

December 16, 2025
Latest News
বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোড় ঘোরানো আটটি ঘটনা

ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

নির্বাচন ও গণভোট

সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে

শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

পতাকা হাতে নিয়ে ঢাকার মাটিতে নামবেন

২৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকা নিয়ে ঢাকায় নামবেন তারেক রহমান: মির্জা ফখরুল

মাদক প্রবেশ

সীমান্ত দিয়ে অসছে নতুন মাদক

সতর্কতা জারি

জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

খুলে দেয়া হলো জাতীয় স্মৃতিসৌধ

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেয়া হলো জাতীয় স্মৃতিসৌধ, জনতার ঢল

পূরণ করতে পারেনি

রাষ্ট্র একাত্তরের প্রত্যাশা পূরণ করতে পারেনি: উপদেষ্টা রিজওয়ানা

নতুন রাজনীতি করতে হবে

বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে: জামায়াত আমির

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.