আইফোন প্রেমীদের জন্য বড় সুখবর

iphone-15

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আইফোন প্রেমীদের জন্য সুখবর। অনেক ছাড়ে আইফোন ১৫ সিরিজ এবার পেয়ে যাবেন ফ্লিপকার্টে। তবে শুধু আইফোনই নয়, ছাড় পাবেন অন্যান্য কোম্পানির মোবাইলেও।

iphone-15

এতদিন আইফোন ১৫-এর সর্বনিম্ন দাম ছিল ৭৯,৯৯৯ টাকা (ভারতীয় মুদ্রা)। সম্প্রতি বাজারে এসেছে আইফোন ১৬। তার পরই আইফোন ১৫-এর জন্য আকর্ষণীয় ছাড় নিয়ে এসেছে ফ্লিপকার্ট।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিগ বিলিয়ন ডে সেলে আইফোন ১৫ এর বেস ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৬৯৯০০ টাকায় (ভারতীয় মুদ্রা)।

শুধু আইফোন নয়। এই অফার চলাকালীন ছাড় মিলবে অন্যান্য কোম্পানির ফোনেও। নিশ্চয়ই ভাবছেন, কেনাকাটা তো করবেন, কিন্তু অফার থাকবে কবে থেকে?

সূত্রের খবর, চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে বিগ বিলিয়ন ডে সেল। প্লাস মেম্বাররা একদিন আগে অর্থাৎ ২৬ তারিখ থেকে পাবেন অফার।

জানা গেছে, ল্যাপটপ, ইয়ারবাডস, স্মার্টওয়াচ, ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্সেস ও অন্য সব গেজেটে মিলবে বিরাট ছাড়। এখানেই শেষ নয়। নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড থাকলে পাবেন অতিরিক্ত ছাড়।