বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আপনিও কী ভালো স্মার্টফোন কিনবেন ভাবছেন? তাহলে আপনার জন্য রইল একটি দারুণ সুযোগ। আপনি জানলে অবাক হবেন, 24GB RAM এবং 50MP ক্যামেরা কোয়ালিটি সহ একটি দুর্দান্ত ফোন লঞ্চ করল Honor। বেশ কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল Mi, Vivo, Oppo-কে টেক্কা দিতে একটি দুর্দান্ত ফোন লঞ্চ করবে অনর।
অপেক্ষার অবসান, বাজারে এসে গেল Honor 90 GT। বৃহস্পতিবার হোম মার্কেটে আয়োজিত এক ইভেন্টে এই স্মার্টফোন এবং নতুন অনার প্যাড ৯ ট্যাবলেটসহ আরও অনেক পণ্য উন্মোচন করে প্রতিষ্ঠানটি। নতুন অনার ৯০ জিটি ডিভাইসটি অনার ৮০ জিটির উত্তরসূরি এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯০৬ প্রধান রিয়ার ক্যামেরা সেন্সরের মতো ফিচারের সঙ্গে এসেছে।
Honor 90 GT একাধিক সংস্করণে লঞ্চ করা হয়েছে, যার মধ্যে বেস 12GB + 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫৯৯ ইউয়ান (প্রায় ৩১,০০০ টাকা)। এর 16GB+ 256 GB স্টোরেজ এবং 16GB + 512 GB স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে ২,৮৯৯ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৩৪,৬০০ টাকা এবং ৩,১৯৯ ইউয়ান ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮,২০০ টাকা। তবে ভারতীয়দের এই ফোন এখনও কিছুটা অপেক্ষা করতে হবে। কারণ এই ফোন এখন চিনে লঞ্চ হয়েছে।
জানা গিয়েছে, 24GB RA,+ 1TB স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে, যার দাম ৩,৬৯৯ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪৪,২০০ টাকা। Honor 90 GT ফোনটি আপনি ব্ল্যাক, গোল্ড এবং বিশেষ জিটি ব্লু…এই তিনটি কালার অপশনে পেয়ে যাবেন। ডুয়েল সিম HONOR 90 GT অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওএস ৭.২ চালিত। এতে রয়েছে ৬.৬ ইঞ্চি ১.৫কে ওএলইডি ডিসপ্লে যা ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৩৮৪০ হার্জ পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করে। ৯০ জিটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত, যার সাথে 24GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
পিছনে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলটিতে তিনটি এলইডি ফ্ল্যাশ সহ একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। সেটআপটিতে OIS সহ একটি ৫০ মেগাপিক্সেল Sony IMX906 প্রধান সেন্সর এবং একটি 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা।
Honor 90 GT ফোনে 5,200 mAh ব্যাটারি রয়েছে। গেমিং উন্নত করতে, এই ফোনে একটি 3D ওয়েপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। ফোনটিতে একটি আরএফ এনহ্যান্সমেন্ট সি ১ চিপ রয়েছে এবং ডুয়াল স্পিকার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবধি রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।