বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমির সাব-ব্র্যান্ড পোকোর নতুন ফোন বাজারে আসতে যাচ্ছে। পোকো এম সিরিজের ফোনটির মডেলে এম৫ ফোরজি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফোনটির টিজার প্রকাশ করা হয়েছে। মিডরেঞ্জের ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও জি৯৯ ৪জি প্রসেসর, যা গেমারদের বাড়তি সুবিধা দেবে।
প্রকাশিত টিজারে ফোনটি সর্ম্পকে বিস্তারিত তথ্য জানায়নি পোকো। তবে ইতোমধ্যেই ফোনটির একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।
পোকো এম৫ ফোরজি ফোনে থাকছে ফুল এইচডি প্লাস রেজোলিউশনসহ ৬.৫৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। পোকো ইতোমধ্যেই নিশ্চিত করেছে ডিভাইসটিতে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট থাকবে। ফোনটি দুটি ভ্যারিয়েন্টে আসতে পারে ৪ জিবি ও ৬ জিবি, থাকবে ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ। গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন রয়েছে ফোনটিতে।
ফোনের পেছনের দিকে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরার সেন্সর ৬৪ মেগাপিক্সেল। সেলফিপ্রেমীদের জন্য সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য পোকো এম৫ ৪জি’তে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। যা ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই সংযোগসহ আসবে বলে জানা গেছে।
সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, ফোনটি হবে মিডরেঞ্জর। যার বেস মডেলের দাম ১৫ হাজার টাকার মধ্যেই থাকবে, তবে হাই-এন্ড ভ্যারিয়েন্টের দাম কিছুটা বেশি হবে। ডিভাইসটি সেপ্টেম্বরের শুরুতেই বিশ্ব বাজারে উন্মোচিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।