বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের স্মার্টফোন বাজারে এসেছে ওয়ালটনের নতুন ডিভাইস ‘প্রিমো এসএইট মিনি’। স্ন্যাপড্রাগন প্রসেসরের স্মার্টফোনটিকে বলা হচ্ছে ‘দ্যা গেমিং ওয়ারিয়র’। ১৪ হাজার টাকার ফোনটি প্রি-বুক দিলে সাড়ে ১২ হাজার টাকায় কেনার সুযোগ থাকছে।
প্রিমো এসএইট মিনি ফোনটিতে রয়েছে ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে। ইনসেল ল্যামিনেশন প্রযুক্তির ডিসপ্লের রেজ্যুলেশন ২৪৬০ বাই ১০৮০ পিক্সেল।
ওয়ালটন ফোনটিতে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ ব্যবহার করা হয়েছে। রয়েছে ২.০ গিগাহার্জ গতির শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ অক্টাকোর প্রসেসর। সঙ্গে থাকছে ৪ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ।
ফোনে এআই প্রযুক্তির চার ক্যামেরা ব্যবহার করা হয়েছে পেছন দিকে, যার প্রধান সেন্সরটি ১৬ মেগাপিক্সেলের। সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে পিডিএএফ প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল পাঞ্চহোল কাট আউট ক্যামেরা।
দীর্ঘসময় পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে দেওয়া হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি।
একনজরে ফোনটির স্পেসিফিকেশন
র্যাম: ৪ জিবি, রম ৬৪ জিবি
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ অক্টাকোর
ডিসপ্লে: ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলটিপিএস
রেজুলেশন: ২৪৬০*১০৮০পিক্সেল
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
দাম: ১২ হাজার ৪৯৯ টাকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।