নতুন বছরের শুরুতেই রান্নার গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আজ। ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য এলপিজির নতুন দাম নির্ধারণের ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত আজ বিকেল ৩টায় জানানো হবে। একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও ঘোষণা করবে কমিশন।
এর আগে গত ২ ডিসেম্বর সর্বশেষ এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সেই সময় প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়েছিল।
সাধারণত প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়। ফলে কালকের এই ঘোষণার মাধ্যমেই স্পষ্ট হবে জানুয়ারির বাকি দিনগুলোতে সাধারণ ভোক্তাদের রান্নার খরচ কমছে নাকি বাড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


