আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ১২ দিনের মাথায় ফের বাড়ল রান্নার গ্যাসের (এলপিজি) দাম। এবার থেকে এলপিজি সিলিন্ডার কিনতে খসাতে হবে অতিরিক্ত অর্থ।
বুধবার গভীর রাত থেকে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম বেড়েছে আরও ৩ টাকা। ফলে কলকাতায় এধরনের সিলিন্ডারের দাম দাঁড়াল ১০২৯ টাকা।
অন্যান্য মেট্রো শহর যেমন মুম্বই এবং দিল্লিতে রান্নার সমপরিমাণ এলপিজি গ্যাসের দাম দাঁড়িয়েছে ১০০৩ টাকা এবং চেন্নাইতে দাম দাঁড়িয়েছে ১০২৯ টাকা।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই ৫০ টাকা বাড়ে রান্নার গ্যাসের। কলকাতায় প্রথমবার হাজার টাকার গণ্ডি ছাড়ায় রান্নার গ্যাসের দাম। একই মাসে এবার দ্বিতীয়বারের জন্য বাড়ল গ্যাসের দাম।
শুধুমাত্র ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম নয়, বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারেরও মূল্যও। আজ থেকে আরও ৮ টাকা বাড়ল এধরনের সিলিন্ডারের দাম।
ফলে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস কিনতে দিতে হবে ২৪৫৪ টাকা। মুম্বইয়ে এধরনের সিলিন্ডারের দাম পড়বে ২৩০৬ টাকা ও দিল্লিতে দাঁড়াবে ২৩৫৪ টাকায়। এ ধরনের সিলিন্ডারের দাম বাড়ার অর্থ আরও দামী হবে রেস্তরাঁয় খাওয়ার খরচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।