বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টেসলার সঙ্গে টেক্কা দিতে এবার বাজারে বিলাসবহুল সেডান নিয়ে আসছে বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান লুসিড।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, চলতি বছরের শেষের দিকে বাজারে লুসিড তাদের নতুন মডেলের গাড়ি নিয়ে হাজির হবে।
জ্বালানি তেল থেকে সরে এসে টেসলা বৈদ্যুতিক গাড়ি নির্মাণ শুরু করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠে। বেশ কয়েক বছর নিজেদের একাধিপত্য ধরে রাখতে পারলেও বর্তমানে অনেক কোম্পানিই বৈদ্যুতিক গাড়ি নির্মাণের দিকে ঝুঁকছে। ইতোমধ্যে লুসিড তাদের নিত্যনতুন মডেলের জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
গত সপ্তাহে লুসিড জানায়, এ বছরই জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও নরওয়েতে নতুন মডেলের লুসিড এয়ার ড্রিম পি ও লুসিড এয়ার ড্রিম আর যাত্রা শুরু করবে। তবে গাড়িটি গণহারে বাজারে পাওয়া যাবে না। লিমিটেড এডিশনের এই গাড়িটি অল্পসংখ্যক মানুষই কিনতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
লুসিড নতুন এই সেডান মডেলের গাড়িটির দাম ধরেছে ২ লাখ ১৮ হাজার ইউরো। ডলারে এর মূল্যমান দাঁড়াবে ২ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় গাড়িটির দাম হবে প্রায় ২ কোটি টাকা।
কোম্পানিটি জানিয়েছে, ২০২২-এর শেষের দিকে বাজারে ১২-১৪ হাজার এই মডেলের গাড়ি ছাড়া হবে।
সম্প্রতি ইউরোপের মিউনিখে প্রথমবারের মতো লুসিড তাদের বিক্রয় প্রতিষ্ঠান খুলেছে। মূলত টেসলা যুক্তরাষ্ট্রের বাইরে ব্যবসা বৃদ্ধি করতে শুরু করলে লুসিডও এবার তাল মেলাতে দেশের বাইরে পা রাখল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।