লুঙ্গির ফিউশন লুকে তাক লাগালেন তামান্না ভাটিয়া

Tamannaah Bhatia

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। পর্দায় অভিনয় নৈপুণ্যতা আর লাস্যময়ী হাসিতে বরাবরই সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেন তিনি। সম্প্রতি ফ্যাশন স্টেটমেন্টের অংশ হিসেবে এক অনুষ্ঠানে লুঙ্গির ফিউশন লুকে উপস্থিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া।

Tamannaah Bhatia

তবে বিভিন্ন মজার থিমভিত্তিক গানে বলিউডের নায়িকাদের লুঙ্গি পরতে দেখা যায় মাঝে মাঝে। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় লুঙ্গি পরা হয়ে থাকে। ভারতের দক্ষিণাঞ্চলে এক ধরনের সেলাইবিহীন পাড়যুক্ত লুঙ্গি পরার প্রচলন আছে। একে স্থানীয়ভাবে ভেশতি বলা হয়। সাধারণত সাদা বা হালকা রঙের হয় এগুলো।

এখানে তামান্না ভাটিয়া এমনই এক ভেশতি পরেছেন নজরকাড়া স্টাইলিং করে। সোনালি ও বাদামি পাড়ের অফহোয়াইট সেলাইবিহীন বস্ত্রখণ্ডটিতে ড্রেপ ও নট দেওয়া হয়েছে অত্যন্ত স্টাইলিশ কায়দায়। এই প্রিন্ট করা ভেশতির প্যাঁচে আনা হয়েছে থাই স্লিট এফেক্ট।

প্রদর্শনীতে লুঙ্গির সঙ্গে পশ্চিমা ঘরানার জ্যাকেট ও টপের লুকে অভিনেত্রীকে অত্যন্ত আবেদনময়ী লাগছিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে। তামান্না ভাটিয়া দক্ষিণের ঐতিহ্যবাহী লুঙ্গি ভেশতি পরেছেন নজরকাড়া স্টাইলিং করে। প্রিন্ট করা ভেশতির প্যাঁচে আনা হয়েছে থাই স্লিট এফেক্ট।

পুরো লুকে নজরকাড়া ফিউশন আনতে ভারতের সাড়া জাগানো ডিজাইনার মাসাবা গুপ্তার ম্যাচিং জ্যাকেট ও টপ পরেছেন তামান্না এই লুঙ্গির সঙ্গে। ট্যান শেডের বাদামি জ্যাকেট ও টপে সোনার প্রলেপ দেওয়া এম্বেলিশমেন্ট।

জ্যাকেটের ল্যাপেল ও ব্রালেট ডিজাইনের টপের সামনে বসানো এই এমবেলিশমেন্টে হাত থেকে শুরু করে রাংতায় মোড়ানো চকলেট, সব প্যাটার্নই আছে। বলা হচ্ছে। এইগুলো মাসাবার হাউজ মাস্কট। মাসাবা এই টপটির নাম দিয়েছেন বিস্কিট ব্রা, জ্যাকেটের নাম ট্রফি জ্যাকেট।

মাঝ আকাশে বিমানের মধ্যে কোন শিশুর জন্ম হলে তার নাগরিকত্ব কোন দেশের হবে

সাজের বাড়াবাড়িতে যাননি তামান্না। চোখে হালকা মাসকারা, ঠোঁটে ম্যাট লিপকালার আর খোলা চুলেই অত্যন্ত আবেদনময়ী লাগছেন এই দক্ষিণী সুন্দরী। সঙ্গে নজরকাড়া সোনালি স্টিলেটো হিলস পরেছেন তিনি পায়ে। তামান্না ভাটিয়ার লুঙ্গির ফিউশন লুক নিয়ে ফ্যাশন পাড়ায় চলছে জোর আলোচনা।