লুঙ্গি পরে কান উৎসবে পরীমনির ছবির পরিচালক

পরিচালক

বিনোদন ডেস্ক : সুদূর ফ্রান্সে চলছে কান চলচ্চিত্র উৎসব। সারা বিশ্বের সিনেপ্রেমীরা জড়ো হয়েছে সেই ফিল্ম ফেস্টিভ্যালে। তবে বাংলাদেশের পরিচালক অরণ্য আনোয়ারের রেড কার্পেটের পোশাক নিয়ে চর্চা তুঙ্গে।

পরিচালক

এবারের কান উৎসবে ‘মা’ ছবির প্রিমিয়ার হয়েছে। সেখানে গিয়েছিলেন পরিচালক অরণ্য আনোয়ার এবং ছবির প্রযোজক পুলক কান্তি। তবে সবার নজর কেড়েছেন পরিচালক-প্রযোজক জুটি লুঙ্গি পরে। সেই ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে।

প্রযোজক পুলক কান্তি লিখেছেন, ‘মা’ ছবির লোগো দেয়া কালো টি-শার্ট, সঙ্গে নীল লুঙ্গি। কোমরে গামছা। মাথায় বাঁধা বাংলাদেশের পতাকা। আর অরণ্য বেছে নেন হলুদ রঙের পাঞ্জাবির সঙ্গে হলুদ লুঙ্গি।

সংবাদমাধ্যমকে অরণ্য আনোয়ার জানিয়েছেন, ‘লুঙ্গি আর পাঞ্জাবি পরার কারণ হচ্ছে, আমাদের পূর্বপুরুষের পোশাক ধুতি, লুঙ্গি ও পাঞ্জাবি। আমার মাথায় আসে পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি, এখানে আমি যেন আমার ঐতিহ্যকে তুলে ধরতে পারি। এরকম অসাধারণ একটা সুযোগ হারাতে চাইনি। এই সুযোগকে কাজে লাগাতে আমি লুঙ্গি এবং আমার সিনেমার লোগো খচিত পাঞ্জাবি পরি। আমার ছবির পার্টনার পুলক কান্তি টি–শার্ট আর মাথায় জাতীয় পতাকা বাঁধেন।’

অরণ্য আনোয়ার আরও জানান, ‘একবারও মনে হয়নি সেখানে কেউ আমার দিকে তাকিয়ে আছে। অনেকেই অনেক রকম পোশাক পরে এসেছিল। এখানে আসলেই কেউ কারও দিকে তাকায় না। দূর থেকে কেউ আমার দিকে তাকিয়েছিল কি না আমি জানি না, আমার জ্ঞাতসারে তো কেউ আমার পোশাক নিয়ে কটাক্ষ করেনি।’

আম্রপালির প্রেমে মাতলেন নিরাহুয়া, ভাইরাল ভিডিও

দেশের প্রেক্ষাগৃহে ‘মা’ মুক্তি পাবে আগামী ২৬ মে। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য ও শাহাদাত হোসেন প্রমুখ।