জুমবাংলা ডেস্ক : বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গুরুতর অসুস্থ। গত ১৭ বছর ধরে কারাগারে বন্দী এই নেতা মারাত্মক শ্বাসকষ্ট, জটিল কিডনি সমস্যা, মেরুদণ্ডে ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত।
জানা গেছে, তার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বিবিদ্যালয়ের প্রফেসর ডা. শামীম আহমদের নেতৃত্বে ৪ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
অন্য তিন চিকিৎসক হলেন- ডা: সৈয়দ ফজলুল ইসলাম, ডা: মো: জাহিদুর রহমান ও ডা: খালিদ মাহমুদ মোরশেদ। সার্বিক সমন্বয় করবেন শেখ মুজিব মেডিক্যাল বিশ্বিবদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ডা: দেলোয়ার হোসেন।
কারাগার সূত্রে জানা গেছে, এই মেডিক্যাল বোর্ড লুৎফুজ্জামান বাবরের চিকিৎসার জন্য শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কেরানীগঞ্জ কারাগারে যাবেন।
এদিকে লুৎফুজ্জামান বাবরের স্বজনরা জানান, ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশসহ কয়েকটি মিথ্যা-সাজানো মামলায় সাজা দেয়া হয়েছে তাকে। তার মুক্তির দাবিতে নিয়মিত মিছিল-সমাবেশ হচ্ছে। শেখ হাসিনার পতনের পর মিথ্যা মামলায় কারাগারে আটক অধিকাংশ নেতা মুক্তি পেলেও বাবরকে এখনো জেলে আটকে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।