জুমবাংলা ডেস্ক : বক্সঅফিসে ঝড় তুলেছে তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্তের ছবি ‘জেলার’। নেলসন দিলীপ কুমার নির্মিত এ সিনেমা মুক্তির ২২ দিনে বিশ্বব্যাপী ৫৯১.৪৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৮৩ কোটি ৬০ লাখ টাকার বেশি) আয় করেছে। ‘জেলার’ সিনেমার সাফল্য উদযাপন করছেন সংশ্লিষ্টরা। এরই মাঝে রজনীকান্তকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন সিনেমাটির প্রযোজক কালানিথি মারান।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, রজনীকান্তের ‘জেলার’ সিনেমা বক্স অফিসে অসাধারণ ব্যবসা করছে। গত ৩১ আগস্ট সান পিকচার্সের সিইও কালানিথি মারান রজনীকান্তের বাড়ি গিয়ে সিনেমার লভ্যাংশের চেক হস্তান্তর করেন। এবার বিএমডাব্লিউ এক্স৭ মডেলের বিলাসবহুল গাড়ি রজনীকান্তকে উপহার দিলেন কালানিথি।
সান পিকচার্সের অফিশিয়াল টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায়, রজনীকান্তকে নিয়ে গাড়িটির কাছে যান কালানিথি। তারপর গাড়ির চাবি রজনীকান্তের হাতে তুলে দেন। ২০০ কোটি রুপি বাজেটের ‘জেলার’ সিনেমা মুক্তির আগে আয় করেছে ১২০ কোটি রুপি (নন থিয়েট্রিকাল)।
ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন— জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।