জুমবাংলা ডেস্ক: জমে উঠেছে লিচুর বেচা-কেনা। নাটোরের লিচুর রাজ্য-খ্যাত নাজিরপুরের কানু মোল্লার হাটে লিচু বিক্রি চলছে সকাল থেকে রাত পর্যন্ত। এ হাটে প্রতিদিন ৫০ থেকে ৬০ লাখ টাকার লিচু বিক্রি হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। এবার ২৪ কোটি টাকার বেশি লিচু বিক্রি হবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ।
নাটোরের গুরুদাসপুরের কানু মোল্লার এই হাটটিতে লিচু বেচাকেনা চলবে ৩০ মে পর্যন্ত।
উপজেলার কৃষি কর্মকর্তা হারুনার রশিদ জানান, চলতি মৌসুমে এলাকায় মোট ৪১০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। মোট লিচু বাগানের সংখ্যা ২০৫টি। আর এই মৌসুমে লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার মেট্রিক টন। যার আনুমানিক মূল্য ২৪ কোটি টাকা।
কানুমোল্লার লিচু মোকামে স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় জমাচ্ছেন। চলছে জমাজমাট বেচাকেনা।
হাটটিতে ১৭টি লিচুর আড়ত রয়েছে। চলতি মৌসুমে এই মোকামের ডাক হয়েছে পাঁচ লাখ ৭৫ হাজার টাকা। মোকামটিতে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ লাখ টাকার লিচুর বেচাকেনা চলছে।
এদিকে বাগান থেকে লিচু আহরণ, প্যাকেজিং ও বিক্রির কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এবার বাগানের লিচু বিক্রি করে ভালো লাভ হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।