ইতিহাস গড়ে নিউজিল্যান্ড বোর্ডের প্রথম নারী প্রধান লিন্ডন

লিন্ডন

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের অংশ হতে যাচ্ছেন ডায়ানা পুকেটাপু-লিন্ডন। প্রথম নারী হিসেবে তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধানের চেয়ারে বসলেন।

লিন্ডন

এনজেডসির সাবেক প্রধান নির্বাহী স্নেডেন এবারসহ তিন মেয়াদে বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বর্তমান মেয়াদের এখনও এক বছর বাকি রয়েছে। তবে লিন্ডনকে নতুন দায়িত্ব গুছিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় দেওয়ার জন্য সরে দাঁড়িয়েছেন স্নেডেন।

বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন স্নেডেন। বুধবার নিউজিল্যান্ড ক্রিকেটের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তার ছেড়ে যাওয়া পদে উত্তরসূরির চলার পথ মসৃণ রাখার জন্য বাকিদের কাছে আহ্বান জানিয়েছেন এই সাবেক বোর্ডপ্রধান।

আমিরের হাত ধরেই ফিরছেন সেই ছোট্ট দার্শিল সাফারি

২০১৭ সালে এনজেডসির পরিচালক হিসেবে দায়িত্ব নেন লিন্ডন। সেখান থেকে এবার প্রধান হিসেবে উপনীত হয়েছেন তিনি।