স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপটা ভালো কাটছে না লিটন দাসের। বেশিরভাগ ম্যাচেই ব্যর্থ হয়েছেন। ব্যাতিক্রম ছিলেন কেবল ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও হাফ সেঞ্চুরি পেয়েছেন লিটন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় রানের পথেই ছিলেন। তবে থেমেছেন সত্তরের ঘরে। এই ইনিংসে নিজের সেরাটা দিতে পারলে ডাবল সেঞ্চুরিও করতে পারতেন লিটন, এমনটাই মনে করেন খালেদ মাহমুদ সুজন।
ইংল্যান্ডের ৩৬৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ব্যর্থ হয় বাংলাদেশি টপ অর্ডার। দলীয় অর্ধশতক করার আগেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার। বাকি ব্যাটারদের এমন আসা-যাওয়ার মধ্যেও ব্যতিক্রম ছিলেন লিটন। এই ওপেনারের ব্যাট থেকে আসে ৬৬ বলে ৭৬ রান।
ইংল্যান্ডের বিপক্ষে লিটনের ইনিংস নিয়ে সুজন বলেন, ‘সে অনেক চেষ্টা করছে, আমি মনে করি লিটনের মধ্যে সেই ক্ষমতা আছে যে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করতে পারে।কিন্তু হচ্ছে না। শেষ ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রান করে আউট হল…২১ ওভারের সময় আউট হয়েছে, আরো ২৯ ওভার বাকি ছিল। পুরো সময় ব্যাটিং করলে ওর দুইশো করার সামর্থ্য ছিল। শেষ ম্যাচে সে যখন খেলল তখন কঠিন ছিল, সে প্রথম বলে আউট হয়ে গেছে।’
ইংল্যান্ডের বিপক্ষে রান পেলেও পরের ম্যাচেই আবার ব্যর্থ হয়েছেন লিটন। নিউজিল্যান্ডের বিপক্ষে গোল্ডেন ডাক খেয়েছেন তিনি। লম্বা সময় ধরে সেঞ্চুরি না পাওয়া লিটনের ব্যাটে আবার কবে সেঞ্চুরির দেখা মিলবে? এমন প্রশ্নে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছেও আছে। আপনারাও জানেন লিটন ক্লাস-প্লেয়ার। অবশ্যই ও যে মানের খেলোয়াড় সেভাবে সে ধারাবাহিকতা দেখাতে পারছে না। একটা ম্যাচে রান করার পর সে পরের ম্যাচে রান করতে অনেক সময় নিচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।