আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর সেখানকার হাজারো বাসিন্দাদের জেলে আটকে রাখা হয়েছে। দ্য নিউ আরবের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
খবরে বলা হয়েছে, বিতর্কিত জননিরাপত্তা আইন (পিএসএ) এর আওতায় কমপক্ষে ৪ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ম্যাজিস্ট্রেট বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানান।
ওই ম্যাজিস্ট্রেট আরও বলেন, আটককৃত কাশ্মীরিদের কাশ্মীরের বাইরের জেলে পাঠানো হয়েছে। এর কারণ হিসেবে তিনি জানান, কাশ্মীরে জেলে নতুন করে বন্দিদের রাখার মত জায়গা নেই।
তবে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কাশ্মীরের শুধু ১০০ জনের মত রাজনৈতিক ব্যক্তিত্ব ও নেতা কর্মীদের আটক করা হয়েছে।
কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে আজ বলা হয়েছে, শ্রীনগরের সকল সরকারি অফিস ও ১৯৬ টি স্কুল আজ থেকে খুলছে। সেইসঙ্গে বিভিন্ন ধরনের বিধিনিষেধও শিথিল করা হবে।
তবে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া ও সূত্রের খবর, বিশ্ব থেকে একধরণের বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কাশ্মীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।