যারা বিজ্ঞান ও প্রযুক্তির নতুন ইনোভেশন পছন্দ করেন ও পাশাপাশি ভৌতিকতার স্পর্শ পেতে চান তাদের জন্য M3GAN সিনেমাটি সবচেয়ে উপযুক্ত হবে। মুভিটি এ বছরের জানুয়ারির ২৩ তারিখে মুক্তি পায়। নিউজিল্যান্ডের জনপ্রিয় স্ক্রিন রাইটার Gerard Johnstone এ সিনেমার ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
সিনেমার শুরুতে নয় বছরের একটি বালিকা আপনার চোখে পড়বে যার নাম ক্যাডি। M3GAN বলতে এখানে বিশেষ একটি রোবটকে বুঝানো হয়েছে যে পুতুলের মত করে আচরণ করে।
এ রোবটটি দেখতে অনেকটা মানুষের মতই। আরও স্পষ্ট করে বললে কম বয়সী বালিকাদের মত করে রোবটটিকে নির্মাণ করা হয়েছে। অটোমেটেড মেশিন প্রযুক্তির সহায়তায় রোবটটির মস্তিষ্কে গুরুত্বপূর্ণ সব তথ্য প্রবেশ করানো হয়েছে।
ফলে রোবটটি তার ব্যবহারকারীর যত্ন ও সেবা করতে সক্ষম। বিভিন্ন প্রয়োজন মেটানো, গল্প বলা, গান শোনানো, বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, স্টাডি সংক্রান্ত কাজে ব্যবহার করা ইত্যাদি কাজ রোবটটির মাধ্যমে করিয়ে নেওয়া সম্ভব।
নয় বছরের মেয়ে ক্যাডি M3GAN কে এতটাই পছন্দ করে ফেলেছিল যে তাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারত না। কিন্তু সিনেমাটি যত সামনে যায় ততই রোবটটির নৃশংস রূপ দেখতে পাওয়া যায়।
সড়ক দুর্ঘটনায় মা ও বাবা মারা যাওয়ার পর ক্যাডি নিজের আন্টির বাসায় স্থায়ীভাবে চলে আসে। সেখানে এক প্রতিবেশী মহিলা এবং তার কুকুরকে নৃশংসভাবে হত্যা করে রোবটটি।
এ রোবটকে পুরোপুরি নির্মাণে বড় ভূমিকা রেখেছিল ক্যাডির আন্টি জেমা। জেমা প্রথমে বুঝতে না পারলেও পরে সন্দেহ করে যে রোবটটিকে তার ফাংশন এবং ইনস্ট্রাকশন অনুযায়ী কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না।
এ রোবটটি একটা সময় জেমা ও ক্যাডির শত্রু হয়ে যায়। গল্পটির সবথেকে মজার ব্যাপার হচ্ছে ধ্বংস হয়ে যাওয়ার পূর্বে M3GAN নামক রোবটটি নিজের সব মেমোরি হোম ইকো সিস্টেম এর মধ্যে আপলোড করে দেয়। ফলে সিনেমাটির দ্বিতীয় পর্ব রিলিজ হলে আরো আকর্ষণীয় গল্প সবার সামনে উন্মোচিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।