বিনোদন ডেস্ক : রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ বাবা-মা ও যৌ**তা নিয়ে আপত্তিকর মন্তব্য করে প্রবল জনরোষের মুখে পড়েছেন ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া। এমন কাণ্ড তাকে আদালতের দোড়গোড়াতেও নিয়ে গিয়েছে। সেই আইনি জট এখনও কাটেনি। শুধু রণবীরই নন, একই শোয়ের কারণে বিপকে জড়িয়েছেন সময় রায়নাও।
আর এবার খানিকটা সেই একই কাণ্ড ঘটালেন স্ট্যান্ডআপ কমেডিয়ান স্বাতী সচদেব।
এক কৌতুকানুষ্ঠানে কমেডিয়ান স্বাতীর কথা বলার বিষয় ছিল সেক্স টয় ভাইব্রেটর। সে বিষয়ে কথা বলতে গিয়ে নিয়ে মাকে টেনে আনলেন স্বাতী। তাঁর এধরনের মন্তব্য শুনে শ্রোতা-দর্শকরা সকলেই চমকে ওঠেন।
স্বাতী সচদেবের ভিডিও ক্লিপ এখন নেটপাড়ায় ভাইরাল হতে শুরু করেছে। যেখানে স্বাতীকে বলতে শোনা যায়, ‘আমার মা কুল মম হওয়ার চেষ্টা করছেন। কিন্তু তার দ্বারা সেটা ঠিক সম্ভব হচ্ছে না। অতি সম্প্রতি আমার সঙ্গে তার একটা ট্রাজেডি হয়েছিল।
মাম্মি আমার ভাইব্রেটর দেখে ফেলেন। উনি কোমর দোলাতে দোলাতে পুরো আত্মবিশ্বাসের সঙ্গে আমার কাছে আসেন। বলেন, এসো বেটা, বসো আমার কাছে। আমি তোমার সঙ্গে বন্ধুর মতো কিছু কথা বলতে চাই।’
এরপরই স্বাতী কপালে হাত রেখে বলেন, ‘আমি তো ভাবলাম, এতো নিশ্চয় আমার ভাইব্রেটর ধার চাইতে এসেছে।
আমি বললাম, হ্য়াঁ, সখী হোয়াটসআপ?’ এরপর মা বললেন, ‘আমি দেখেছি তোমার ঘরে ওই যন্ত্র। মানে ওই তোমর ওই খেলনা।’ স্বাতী বলে চললেন, ‘মা খেলনা বললেন, উনি কিন্তু ভাইব্রেটর বলেই উঠতে পারলেন না। এরপর আমার ঘরে ঢুকে ওটা নিয়ে প্রশ্ন করলেন, এটা কার? এই সময় সাধরণত লোকজন নিজের বেস্টফ্রেন্ডের নাম নেয়। আমি তাই বললাম, ওটা বাবার। মা শুনে আরও রেগে যান।’
এদিকে স্বাতীর এই ভিডিও ক্লিপ দেখার পর কমেডি অনুষ্ঠানে অনেককেই হাসতে শোনা যায়। তবে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন এ কমেডিয়ান। নেটিজেনদের অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। একজন লিখেছেন, ‘কী নির্লজ্জ! অত্যন্ত বিব্রতকর এটা। কিছু লোকজন দেখছি হাসাহাসি করছেন, সবকিছু একটা সীমা আছে।’ আরেকজন লিখেছেন, ‘নিজে বিখ্যাত হতে গিয়ে বাবা-মায়ের মান সম্মান মাটিতে নামাবে।’ অন্য একজন লিখেছেন, ‘লজ্জাজনক। কৌতুক ও স্বাধীনতার নামে কিছু লোকজন গোটা সমাজের বদনাম করছেন।’
অনেকে আবার ভিডিওটি দিল্লি পুলিশকে ট্যাগ করে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। তবে এই বিতর্কে এখনও মুখ খোলেননি স্বাতী। ভিডিওটি পোস্ট করার সময় কৌতুকশিল্পী আগেই জানিয়ে দিয়েছিলেন, এই ভিডিও প্রাপ্তবয়স্কদের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।