বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বর্তমানে একের পর এক ছবিতে কাজ করলেও প্রিয়াঙ্কা সম্পর্কে আলোচনা করলে উঠে আসে তার প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’-এর কথা।
২০০৮ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত এ ছবিটি। সেখানে প্রিয়াঙ্কার বিপরীতে জুটি বেঁধেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। কলকাতার বক্স অফিসে সুপার হিট হয়েছিল ‘চিরদিন তুমি যে আমার’।
তবে এই ছবির প্রসঙ্গ আসলে এখনো প্রিয়াঙ্কার আনন্দের চেয়ে কষ্টই হয় বেশি। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানান এই নায়িকা।
প্রিয়াঙ্কা বলেন, ‘মানুষ আমাকে দেখলে এখনো বলেন, ‘চিরদিনই তুমি যে আমার’ খুব ভালো লেগেছিল। সবাই হয়তো আনন্দ করে, ভালোবেসেই কথাটা বলেন, তবে আমার আনন্দের বদলে দুঃখ হয় বেশি।’
কারণ হিসেবে প্রিয়াঙ্কা বলেন, ‘ছবির সাফল্যের পর আমি ইন্ডাস্ট্রি থেকে অদৃশ্য হয়ে যাই। মা-বাবা আমার জন্য অনেক পরিশ্রম করে, স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আমি তাদের সেই স্বপ্ন মাটিতে মিশিয়ে দিয়েছিলাম। সেটা ভাবলে এখনো কষ্ট হয়, অপরাধবোধ কাজ করে।’
প্রসঙ্গত, ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির কাজ চলাকালীন প্রিয়াঙ্কা-রাহুলের প্রেম গড়িয়েছিল বাস্তবেও। পরবর্তীতে তারা বিয়ে করেন। তারকা জুটির এক ছেলেও হয়, নাম সহজ। বিয়ে ও মা হওয়ার পর অভিনয় দুনিয়া থেকেও সরে যান প্রিয়াঙ্কা।
কয়েক বছর ধরে অবশ্য রাহুল-প্রিয়াঙ্কা আলাদা থাকেন। প্রিয়াঙ্কার সঙ্গেই থাকে তার ছেলে সহজ। তবে বাবা রাহুলের সঙ্গেও সহজের নিয়মিত যোগাযোগ রয়েছে। রাহুলের পরিচালিত ছবিতে কাজও করছে ছোট্ট সহজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।