জুমবাংলা ডেস্ক : এক ভয়ংকর মুহূর্ত—সন্তান সাপের লেজের প্যাঁচে বন্দি, মৃত্যু সময়ের অপেক্ষা। কিন্তু মা কাঠবিড়ালি স্থির থাকেনি! প্রাণপণে লড়াই চালিয়ে সন্তানের জীবন রক্ষা করেছে সে।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায়, একটি বিষাক্ত সাপের লেজে আটকে দমবন্ধ হয়ে পড়েছিল এক কাঠবিড়ালির ছানা। ঠিক তখনই মা কাঠবিড়ালি সাহসের সঙ্গে ঝাঁপিয়ে পড়ে। সে বারবার সাপের ওপর হামলা চালায়, ছোবল এড়িয়ে গিয়ে দাঁত বসিয়ে দেয় শত্রুর গায়ে। একপর্যায়ে সাপটি পরাজিত হয়ে ছানাকে মুক্তি দিতে বাধ্য হয়।
A mother squirrel fearlessly fights for her baby pic.twitter.com/2WDrGdKZde
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) January 29, 2025
‘নেচার ইজ অ্যামেজিং’ নামের এক্স হ্যান্ডলে শেয়ার করা ২৬ সেকেন্ডের এই ভিডিওতে শেষ দৃশ্য স্পষ্ট না হলেও, মা কাঠবিড়ালির সাহস নেটিজেনদের হৃদয় জয় করে নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।