মা দেশে থাকলে পি.টি.য়ে মে.রে ফেলত : জয় (ভিডিও)

Joy and Hasina

জুমবাংলা ডেস্ক : শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমেও সাক্ষাৎকার দিচ্ছেন তিনি। তবে সব বক্তব্যেই জয় একটা কথা স্পষ্টভাবে বলে যাচ্ছেন, বাংলাদেশে কি হবে তা আর তাদের পরিবারের দায়িত্ব না। তার মা আর রাজনীতিতে ফিরবেন না।

Joy and Hasina

প্রথম ভিডিও বার্তায় জয় অভিমানের সুরে বলেন, ‘ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কী হবে, তা আমার চিন্তার বিষয় না, আমাদের পরিবারেরও চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন।’

ডয়চেভেলের বাংলা বিভাগে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বর্তমানে শেখ হাসিনার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই। শেখ পরিবারের কোনো সদস্যরই রাজনীতিতে আসার কোনো কারণ নেই।’

গণভবনেই শেখ হাসিনা খুন হতে পারতেন? সজীব ওয়াজেদ জয় কি ক্ষমাপ্রার্থী ? শেখ হাসিনা কি ক্ষমাপ্রার্থী ?

এদিকে রিপাবলিক বাংলা নামের এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘বাংলাদেশকে সিরিয়া বানিয়ে ফেলেছে। আমার পরিবার তিনবার চেষ্টা করেছে। শেখ হাসিনা এতো কিছু করার পরেও তাকে বাংলার মানুষ বের করে দিল, হত্যা করতে গেল। এখন বাংলাদেশে কি হবে এটা আর আমাদের পরিবারের দায়িত্ব না।’

বাংলাদেশ নিয়ে যে বার্তা দিল চীন

এ সময় তিনি আরও বলেন, ‘মা বাংলাদেশ ছেড়ে যেতে চাননি। তিনি চেয়ে ছিলেন- পদত্যাগ করবেন। আমাদের গ্রামের বাড়িতে গিয়ে থাকবেন। আমরা বলেছি যে না, তারা ঘোষণা দিয়েছে গণভবনে হামলা করবে। তারা তোমাকে বাঁচতে দেবে না। তাকে অনেক বুঝিয়ে হেলিকপ্টারে উঠিয়েছি। তিনি যদি ভারতে না যেতেন তবে তাকে পিটিয়ে মেরে ফেলা হতো।’