মা হিন্দু আর বাবা মুসলিম, তবে সারা আলি খান যে ধর্ম মেনে চলেন

সারা আলি খান

বিনোদন ডেস্ক : সারা আলি খান বলিউডে পা রাখার পর থেকে ঝড় তুলেছে ভক্ত মনে। তবে সবসময়ই শিরোনামে থাকলেও এবার একটু বেশিই চর্চার বিষয় হয়েছেন। তার ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবির প্রচারে গিয়ে কোথাও সাংবাদিক সম্মেলন তো, আবার কোথাও মন্দিরে মাথা নত করছেন। যার কারনে তিনি প্রবল ট্রোল হচ্ছেন, মুসলিম ধর্মের লোকেরা সারার মন্দিরে যাওয়া মোটেও ভালো ভাবে নিচ্ছেন না।

সারা আলি খান

তবে তার মা হিন্দু-বাবা মুসলমান, তাহলে কোন ধর্ম পালন করেন সাইফ কন্যা ‘সারা’? যদিও এটাই প্রথম নয় যে সারা মন্দিরে যাওয়া নিয়ে ট্রোলড হয়েছেন। যদি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে, তিনি কেবল অনেক মন্দিরেই যান না, গুরুদ্বার, দরগা এবং গির্জাতেও যান। এবং যখনই সারা দরগা ছাড়া অন্য কোথাও যায়, তখন তাকে কটূক্তির শিকার হতে হয়।

এমনকি তার ছবির প্রচারের সময়েও তাকে বহুবার দেখা গিয়েছে বিভিন্ন মন্দির ও দরগাতে। তার এই সিনেমা বিগত ২রা জুন মুক্তি পেয়েছে সারা আলি খান অভিনীত ‘জারা হাটকে জারা বাঁচকে’। তাই ছবির মুক্তির আগেই সারা এবং নায়ক ভিকি কৌশল জোর কদমে সেই ছবির প্রচার চালিয়েছিলেন।

এই ছবির প্রচারে এক মন্দিরে গিয়ে একটি তুলেছিলেন সারা। সেই ছবি সারা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা মাত্রই, কমেন্ট বক্সে তার ধর্ম বিশ্বাস নিয়ে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এই বিষয় নিয়ে সারার মত জানতে চাইলে তিনি জানান।

মোটর সাইকেল দিয়ে স্পিড বোর্ড বানিয়ে তাক লাগিয়ে দিলো যুবক

‘ভক্তদের উচিত তার কাজের উপর অনুসারে তাকে বিচার করা। তিনি যদি পেশাদার কাজ ভাল না করেন তবে তার সমালোচনা করুন, তিনি তাতে তার থেকে বেশি উন্নতি করবেন। কিন্তু সে কোথায় যায়, কোন ঈশ্বরে সে বিশ্বাস করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার’। যদিও, সাইফ আলি খানকে বিয়ে করার জন্য অমৃতা সিং তার ধর্ম পরিবর্তন করেছিলেন।