বিনোদন ডেস্ক : হলিউডের নারী তারকাদের ভেতরে শীর্ষে প্যারিস হিল্টন। সদ্য মা হলেন তিনি। তাই শুভেচ্ছা আর গণমাধ্যমে তাঁকে নিয়ে নানান আলোচনায় মুখর হচ্ছে পশ্চিমা মিডিয়া। মডেল, ব্যবসায়ী, বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় রয়েছে প্যারিসের নাম। সারোগেসিস’র মাধ্যমে প্রথম সন্তানকে পৃথিবীতে আনলেন এই মার্কিন পপতারকা ও তাঁর স্বামী কার্টার রেউম। দারুণ খুশির এই মুহূর্তে জীবনের সবচেয়ে বিভীষিকাময়তার গল্প বললেন তিনি। আর তাই প্রকাশ পেল গণমাধ্যমে। কিশোরী অবস্থায় মাদক খাইয়ে ধর্ষণ করা হয় প্যারিসকে!
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মাত্র ১৭ বছর বয়সে মাদক খাইয়ে ধর্ষণ করা হয় তাকে। সেই ঘটনা ঘটে বোর্ডিং স্কুলে পড়ার সময়। তবে শুধু এই একটা ঘটনাই নয়, হিল্টনের বয়স যখন কুড়ি, সেই সময়ও জোর করে গর্ভপাত করানো হয় তার।
নিজের জীবনের এইসব ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিতে গিয়ে এই তারকা বলেন, ‘বন্ধুর সঙ্গে একটি শপিং মলে ঘুরতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়। ওই ব্যক্তি তার বাড়িতে আমন্ত্রণ জানান। বাড়িতে যাওয়ার পর দেখি মদ্যপান চলছে। না করার পরও আমাকে জোর করে মদ খাইয়ে দেওয়া হল। পরে বুঝেছিলাম, পানীয়তে মাদক জাতীয় কিছু মেশানো ছিল। কয়েক ঘণ্টা পর যখন ঘুম থেকে উঠি বুঝতে পারি, আমায় ধর্ষণ করা হয়েছে। এখনও ঐ পিশাচটার কথাগুলো কানে যেন শুনতে পাই।’
২০২১ সালে কার্টারকে বিয়ে করেন প্যারিস। আমেরিকায় নামকরা লেখক কার্টার, সঙ্গে তিনি সফল একজন উদ্যোক্তা। তিনিই প্যারিসের ৪০তম জন্মদিনে বিয়ের প্রস্তাব দেন। তখনই রাজি হন অভিনেত্রী। তিন দিন ধরে বিলাসবহুল বিয়ে সারেন ২০২১ সালের নভেম্বর মাসে। মঙ্গলবার পৃথিবীর আলো দেখে প্যারিস-কার্টারের প্রথম সন্তান। নিজের অনুভূতি জানাতে গিয়ে প্যারিস লেখেন, ‘আমার স্বপ্ন ছিল মা হব। জীবন বদলে যায় কার্টারকে পেয়ে। পরস্পরকে আমরা খুঁজে পেয়েছি। আমাদের পরিবার এখন আরও সুন্দর। নতুন পথ চলব একসঙ্গে।’
তবে কেন এই সময়টাতেই সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন, সেই কারণ জানাতে গিয়ে প্যারিস বলেন, ‘এটাই প্রকৃত সময়। কারণ ওরা আমার মাতৃত্বও শক্তিটাকে নস্ট করে দিতে চেয়েছিল। আমার জীবনে একটা বড় ট্রমা আকারে আক্রমণ করতো এই বিষয়গুলো। আজ আমার এমন সুখের দিনেই তাই বিষয়গুলো প্রকাশ করে মনে হলো মুক্তি পেলাম।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।