মা হতে চলেছেন অজয় দেবগণের রিললাইফ কন্যা ঈশিতা দত্ত

ঈশিতা দত্ত

বিনোদন ডেস্ক : সুখবর! মা হতে চলেছেন অজয় দেবগণের রিললাইফ কন্যা ঈশিতা দত্ত। প্যাপেরা স্পট করল তাঁকে। হেসে হাতও নাড়লেন অভিনেত্রী। মা হতে চলেছেন দৃশ্যম খ্যাত অভিনেত্রী ঈশিতা দত্ত। এতদিন বিষয়টি গোপনেই রেখেছিলেন তিনি। তবে হালে তাঁকে বিমানবন্দর চত্বরে স্পট করে পাপারাৎজিরা। তখনই তাঁর বেবি বাম্প বোঝা যায়। ঈশিতার মা হওয়ার খবর শুনে খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা। তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন অনেকেই।

ঈশিতা দত্ত

জনপ্রিয় এক পাপারাৎজি ঈশিতার মা হওয়ার খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেন। ওই ভিডিওতে বাদামি রঙের র্যাপ আপ ড্রেসে দেখা যায় অভিনেত্রীকে।

নো মেকআপ লুকেই ধরে দিয়েছিলেন ঈশিতা। মা হতে চলেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর মুখে অপরূপ জেল্লা ছিল। চুল খুলে রেখেছিলেন। প্যাপেদের দেখে মিষ্টি হেসে হাত নাড়েন। তারপর এয়ারপোর্টে ঢুকে যান তিনি।

উল্লেখ্য, ঈশিতা কিন্তু আশিক বনায়া আপনে খ্যাত তনুশ্রীর দত্তের বোন। বছর দুয়েক আগে তাঁর প্রেগন্যান্সির খবর চাউর হয়েছিল। তবে সেই সময় যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তিনি।

গসিপ নাকচ করে বলেছিলেন, ‘আমি অন্তঃসত্ত্বা নই।’ এরপর দৃশ্যম ২ ছবির শ্যুটিং করেন ঈশিতা দত্ত। ছবিতে অজয় দেবগণ এবং শ্রিয়া সরণের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ঈশিতা। ছবির দ্বিতীয় কিস্তিতে তব্বুর সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় খান্নাও।

২০১৭ সালের ২৮ নভেম্বর দীর্ঘদিনের প্রেমিক এবং সতীর্থ বৎসল শেঠকে বিয়ে করেন ঈশিতা দত্ত। মুম্বইয়ের ইসকন মন্দিরে দু’জনে গাঁটছড়া বেঁধেছিলেন। তারপর থেকে সুখে সংসার করছেন তাঁরা।
চলতি বছরের জানুয়ারি মাসে দুই তারকা একসঙ্গে নিজেদের ড্রিম হোম কেনেন। আন্ডার কনস্ট্রাকশন বাড়ির ভিতরে বসে ছবি শেয়ার করেছিলেন তাঁরা। ক্যাপশনে লেখেন, ‘নিউ ইয়ার নিউ প্রজেক্ট।’ জাস্ট মহব্বত খ্যাত বনসলের দীর্ঘদিনের বন্ধু এবং সতীর্থ কুশল টন্ডন কমেন্ট করেন, ‘প্রতিবেশী।’

বৎসল এবং ঈশিতার প্রেমের কাহিনি অনেকটা নার্গিস এবং সুনীল দত্তের মতো। রিশতো কা সওদাগর… বাজিগর ছবির সেটে আলাপ হয়েছিল দুই তারকার। প্রথম দেখাতেই পরস্পরকে ভালো লেগে যায় তাঁদের।

যদিও তখন কেউ কিছু বলেননি। পরে এক দুর্ঘটনার দরুন প্রাণের বাজি রেখে অভিনেত্রীকে বাঁচিয়েছিলেন বৎসল। ঠিক কী হয়েছিল? শ্যুটিংয়ের দরুন ফ্যানের সঙ্গে ঈশিতার শাড়ির আঁচল জড়িয়ে বিপত্তি বাঁধে।

সেই সময় নিজের বিপদের তোয়াক্কা না করে অভিনেত্রীকে বাঁচান বৎসল। সুনীল দত্ত যেভাবে নার্গিসকে আগুন থেকে বাঁচিয়েছিলেন তেমনভাবেই ঈশিতাকে বাঁচান তাঁর নায়ক। বৎসলের এই আচরণ দেখে ঈশিতার আরও ভালো লেগেছিল অভিনেতাকে। এরপরেই শুরু হয় প্রেম।

আবারও প্রেমে পড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

ঈশিতা পরে বলেছিলেন, ‘প্রেম শুরুর কয়েক মাসের মধ্যেই বৎসল আমাকে বিয়ের জন্য প্রোপোজ করে। আমি চমকে গিয়েছিলাম। এরপরেই বুঝতে পারি আমার জন্য ও পারফেক্ট।’ বর্তমানে দম্পতির পরিবারে খুদে অতিথি আসতে চলেছে।