মা হতে চলে চলেছেন দীপিকা!

দীপিকা

বিনোদন ডেস্ক : দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের বিয়ের পর সাড়ে তিন বছর পেরিয়ে গেল। এখনও ভক্ত-অনুরাগীদের সুখবর শোনাননি এ বলিউড তারকা দম্পতি।

দীপিকা

রণবীর কবে বাবা হচ্ছেন, এ নিয়ে বি-টাউনেও আলোচনা হয় প্রায়শই।

তবে এবার বুঝি সে অপেক্ষার পালা ফুরাবে! কারণ দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উসকে দিয়েছেন রণবীর।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর সিং জানিয়েছেন, দীপিকার সঙ্গে আলোচনা করে সন্তানের নামের একটা তালিকা তৈরি করে ফেলেছেন তিনি। যেখানে ছেলে ও মেয়ে উভয়ের নাম রয়েছে।

রণবীর জানান, পছন্দ করা নামগুলো ব্যতিক্রমী বা একটু অন্য রকমের, যেসব নাম সচরাচর শোনা হয় না।

রণবীরের এই বক্তব্যের পর ভারতীয় সিনেপ্রেমীদের প্রশ্ন, তবে কি মা হতে চলেছেন দীপিকা?

এ প্রশ্ন জাগার কেন্দ্রে রয়েছে রণবীরের নতুন সিনেমা ‘জয়েশভাই জোরদার’। সিনেমার প্রচারে গিয়ে মেয়ে ভ্রূণ হত্যা প্রতিরোধের বার্তা দেন রণবীর।

ওই সময়ই ‘ব্যান্ড বাজা বারাত।’ খ্যাত নায়কের কাছে জানতে চাওয়া হয়, দীপিকার সন্তান মেয়ে হলে কী নাম রাখবেন তারা?

বাবার সামনে বিকিনি পরে ইরার কাণ্ড

জবাবে রণবীর বলেন, হ্যাঁ, ‘নাম জিনিসটার উপর আমার ভীষণ ঝোঁক। আমি আর দীপিকা তো আমাদের সন্তানের সম্ভাব্য নাম নিয়ে আলোচনাও করছি।’ বাচ্চার নামের সেই তালিকা অবশ্য জানাতে রাজি হননি ‘৮৩’-র কপিল দেব।