আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশের বধূ স্বপ্না, যিনি হবু জামাইয়ের সঙ্গে ঘর বাঁধতে পালিয়ে গিয়ে শিরোনামে উঠে এসেছিলেন, ফের আলোচনায়। সম্প্রতি তাঁর হাসপাতালমুখী হওয়ার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা—তিনি কি অন্তঃসত্ত্বা?
ভিডিওটি এক্স প্ল্যাটফর্মে ‘কিকি সিংহ’ নামে এক ব্যবহারকারী পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পুলিশের গাড়ি থেকে মুখ ঘোমটায় ঢাকা এক মহিলা হাসপাতালে প্রবেশ করছেন। পোস্টে দাবি করা হয়েছে, ওই মহিলা স্বপ্না এবং তিনি অন্তঃসত্ত্বা। তবে এই ভিডিওর সত্যতা আনন্দবাজার অনলাইন এখনও যাচাই করেনি।
সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকেই বলছেন, শুধুমাত্র হাসপাতালে যাওয়ার কারণেই কারও অন্তঃসত্ত্বা হওয়ার সিদ্ধান্তে আসা ঠিক নয়। কারণ, একজন মহিলা নানা কারণেই হাসপাতালে যেতে পারেন। এ বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল বা পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।
উল্লেখ্য, স্বপ্না এবং রাহুল কুমারের বিরুদ্ধে অভিযোগ ছিল বিয়ের ঠিক আগে কয়েক লক্ষ টাকার গয়না ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে পরে তাঁরা থানায় আত্মসমর্পণ করেন বলে জানা যায়। স্বপ্নার বয়স ৩৮, আর হবু জামাই রাহুলের বয়স ১১ বছর কম। স্বপ্না নিজেই জানিয়েছেন, রাহুলের প্রেমে পড়েই তিনি সংসার করার সিদ্ধান্ত নেন।
এই সম্পর্ককে কেন্দ্র করে শুরু থেকেই নানা বিতর্ক থাকলেও, ভিডিও প্রকাশ্যে আসার পর ফের একবার তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।