বিনোদন ডেস্ক : টলিউডের ছকভাঙা সাহসী অভিনেত্রী ঋ সেন। সিনেমার পাশাপাশি ওটিটিতেও দাপিয়ে অভিনয় করছেন। এবার অভিনেত্রী মা হওয়ার সুখবর দিলেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পোস্ট দেখে একটু চমকে গিয়েছিলেন সবাই।
অভিনেত্রী হঠাৎ জানান, আজ থেকে তিনি একজন মা। কিন্তু অভিনেত্রীর বিয়ে হয়নি এবং বর্তমানে কোনো সম্পর্কেও নেই তিনি। তাহলে সন্তান এলো কোথা থেকে? সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মা হওয়ার খবরটি জানিয়েছেন ঋ। শুক্রবার রাতে একটি পোস্ট করেন তিনি।
ঋ লিখেছেন, ‘আমি এখন থেকে এক জন মা।’ এই খবর শোনার পর চমকে গেছেন অনুরাগীরা। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয় সবার কাছে।
এক চারপেয়ে সারমেয়ের (কুকুরছানা) মা হয়েছেন অভিনেত্রী ঋ।
তাঁর সন্তানের নাম রেখেছেন নবদ্বীপ। আনন্দের খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক মাধ্যমে ঋ লিখেছেন, ‘আমার চারপেয়ে সারমেয়র নাম নবদ্বীপ সেন।’
প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কিছুদিন ধরে একাই থাকেন অভিনেত্রী ঋ সেন। শুটিং, শরীরচর্চা নিয়েই সময় কাটান তিনি। তবে এখন তাঁর জীবনে নতুন সদস্য।
বর্তমানে বেশির ভাগ সময় ছোট পর্দায় দেখা যায় অভিনেত্রীকে। অনেক দিন দেখা যায়নি বড় পর্দায়। ওয়েব সিরিজেও খুব বেশি কাজ করেননি। তবে নিয়মিত সিরিয়ালে অভিনয় করে চলেছেন তিনি। খুব বেশি শিরোনামে দেখা যায় না তাঁর নাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।