জুমবাংলা ডেস্ক : এই যুগে যখন দেখা যাচ্ছে উচ্চশিক্ষিত সন্তানেরা বৃদ্ধ বাবা-মাকে ত্যাগ করে বা বৃদ্ধাশ্রমে ফেলে রাখে। কোভিড আক্রান্ত বাবা-মাকে ছুঁয়েও দেখে না, ঠিক সেই সময়ই নারায়ণগঞ্জ এর এক সন্তান সব কিছু ফেলে তার ডিমেনসিয়া আক্রান্ত অসুস্থ মাকে সন্তানের মত লালন পালন করছেন সুদীর্ঘ আটটি বছর!
তানজীল হাসনাইন মঈন রনীত নামের এই সন্তানের কীর্তি তার এলাকাজুড়ে প্রশংসিত। রনীতের এই মাতৃসেবায় মুগ্ধ হয়ে সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার পুরস্কৃত করেছেন এবং এই দৃষ্টান্ত স্থানীয় স্কুলে মানবতার শিক্ষা আর পারিবারিক মুল্যবোধ হিসেবে প্রচারণার ব্যবস্থা করেছেন।
রনীত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। শিক্ষক বাবা মইন উদ্দিন আহমেদ (মানিক স্যার) ২০১২ সালে মারা যাওয়ার পর রনীত মায়ের সাথে থাকেন। বড় ভাই সরকারি ব্যাংককের জেনারেল ম্যানেজার হিসেবে একেক জেলায় বদলি হোন। কিন্তু মা নারায়ণগঞ্জ থাকতে চান। মাও দীর্ঘ ৩৫ বছর নারায়ণগঞ্জ কিন্ডার কেয়ার স্কুলের প্রিন্সিপাল ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।