বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর নাম শোনা মানেই ‘হাওয়া’, ‘কারাগার’ এর মতো একাধিক ফাটাফাটি কাজের কথা মনে পড়ে যাওয়া। মা দিবস নিয়ে তিনি নিজের অনুভূতির কথা জানালেন। মনে করলেন তার মায়ের লড়াইয়ের গল্প। ছোটবেলায় তার মা কীভাবে লড়াই করে তাদের বড় করে তুলেছিলেন সেই কথাই মনে করলেন অভিনেতা। জানালেন তিনি তার মাকে একদম অন্যরকম করে জীবনে পেয়েছেন, দেখেছেন।
অভিনেতার কথায় তিনি খুব ছোট থেকেই তার মাকে, তার লড়াইকে উপলব্ধি করতে পেরেছেন। তারা আট ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন সবার ছোট। তবুও তিনি অনুভব করেছেন তাদের বড় করতে গিয়ে তার মা কত কিছুই না ত্যাগ করেছেন।
এবিপি আনন্দকে দেয়া একটি সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমাদের মায়েদের প্রজন্মের বোধহয় একটাই লক্ষ্য ছিল, সন্তানকে ভালো করে বড় করে তোলা। আর তাদের মানুষ করতে গিয়ে, বড় করতে গিয়ে মায়েরা নিজেদের সমস্ত শখ, আহ্লাদকে বিসর্জন দিতেন। সবটাই করতেন ভীষণ এক তরফা ভাবে। তারা কিছু করলে তার বিনিময়ে কিছু চাইতেন না। আমরা অনেক সময়ই অনেক কিছু নিয়ে প্রত্যাশা করি। কিন্তু মাকে দেখেছি, কিছু চাইতে বললে মা এখনও বুঝে উঠতে পারেন না যে কী চাইবেন। আসলে মায়েরা দুর্গা হয়, তারা সর্বংসহা। তারাই যেন সব কিছু একা হাতে সামলে রেখেছেন।’
মায়ের বিষয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘আমার মায়ের প্রথাগত শিক্ষা খুব বেশি না হলেও তিনি জীবনের শিক্ষায় শিক্ষিত। আমার চোখে উনি একজন শিক্ষিত মানুষ। উনি সন্তানদের জন্য সব ত্যাগ করতে পারতেন। মা সবসময় আমার পাশে থাকত যখন আমি ছোটবেলায় পড়াশোনা করতাম। আমার কাছে আমার মা এটাই। মা আমার কাছে প্রেরণা।’
উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী মঞ্চ, টেলিভিশন, ওটিটি প্লাটফর্ম ও বড় পর্দা সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই এই মুহূর্তে বেশ জনপ্রিয় অভিনেতা তিনি। বিশেষ করে বাংলাদেশের ছবি ‘হাওয়া’, ওয়েব সিরিজ ‘কারাগার’ ছবিতে অভিনয়ের পর থেকেই সেই জনপ্রিয়তা বেশ বেড়েছে। শুধু তাই নয়, চঞ্চল তার কণ্ঠে গান তুলেও শ্রোতাদের মুগ্ধ করেছেন। ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’-এ মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ছবির ডাবিংয়ের কাজও শেষ। সম্ভবত শীতে মুক্তি পাবে মৃণাল সেনের জীবনীছবি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।