বিনোদন ডেস্ক : রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। রবিবার (৭ জানুয়ারি) দুপুর ২টা ৫০ মিনিটে স্কুলটির পশ্চিম দিকের ভবনের দোতলার একটি কক্ষে ভোট দেন তিনি। এ সময় তার মা নূরজাহানও সঙ্গে ছিলেন। মাকে নিয়ে এক কক্ষে ভোট দেন ঢালিউডের সুপার স্টার।
এর আগে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা। এছাড়া চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী তানিয়া ফেরদৌস, ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত, সংগীত শিল্পী কৌশিক হাসান তাপস প্রমুখ।
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি ঢাকা-১৭ আসনের মধ্যে পড়েছে। এ আসনের ভোটার ফেরদৌসও। তবে তিনি ভাষানটেক এলাকার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন।
এদিকে, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের তিন কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৯২টি। অথচ এ তিন কেন্দ্রের মোট ভোটার ৭ হাজার ৬৮৯। সেই হিসাবে ভোট পড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। তিন কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা এ তথ্য জানান।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ৯৩৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৭৮৩ এবং নারী ১ লাখ ৫৩ হাজার ১৪৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচজন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১৫, ১৮, ১৯, ২০ এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে এ আসন গঠিত। আসনটিতে মোট কেন্দ্র ১২৪টি।
নাতির সঙ্গে কেন্দ্রে গিয়ে ভোট দিলেন ১১৮ বছর বয়সী রহিমা বেওয়া
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী। তারা হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, বেলুন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার, বিএনএফের প্রার্থী টেলিভিশন প্রতীকে এস এম আবুল কালাম আজাদ, কুলা প্রতীকে বিকল্পধারার প্রার্থী আইনুল হক, আম প্রতীকে এনপিপির প্রার্থী গোলাম ফারুক মজনু এবং বাংলাদেশ সুপ্রীম পার্টির শাহ আলম একতারা প্রতীকে লড়ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।