খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রামগড় থানা পুলিশ বাগান টিলা এলাকায় ঘটনাস্থলে পৌঁছে।
নিহতরা হলেন- মৃত মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম (৯০) এবং তার মেয়ে রেহানা আক্তার (৪৫)। রেহানার স্বামী মোস্তফা ওমান প্রবাসী এবং মা-মেয়ে দু’জনই ঘরে ছিলেন।
প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে মা-মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে বিষয়টি জানাজানি হয়। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানিয়েছেন, বসতবাড়ির দুইটি কক্ষে মা ও মেয়ের মরদেহ পড়ে ছিল। পুলিশ সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী ব্যবস্থা নেবেন।
ওসি মঈন উদ্দিন আরও বলেন, ‘চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।