মা নেই, কুকুর মায়ের কোলে নিশ্চিন্ত আশ্রয় তিন বাঘশাবকের

বাঘশাবক

আন্তর্জাতিক ডেস্ক : জন্মের পর মা তাদের ছেড়ে চলে গেছে। আশ্রয়হীন তিন বাঘ শাবকের ঠাঁই মিলেছে অনাথ পশুদের আশ্রয়স্থলে। কিন্তু মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি তারা। তিন বাঘ শাবকের জন্য কোল পেতে দিয়েছে একটি স্ত্রী ল্যাব্রাডর।

বাঘশাবক

আপাতত তারই কোলেপিঠে মানুষ হচ্ছে তিন বাঘ শাবক। মা ল্যাব্রাডরকে ঘিরে বাঘ শাবকদের খেলার ভিডিও প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে তা ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে তিনজন বাঘ শাবক মাকে ঘিরে খেলে চলেছে, আর কুকুর মা ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে। আবার কখনো কখনো সতর্ক দৃষ্টিতে দেখে নিচ্ছে চারাপাশ, ঠিক যেমনটা নিজের সন্তানের ক্ষেত্রে কোনো কুকুর করে থাকে।

চীনে একটি পশু আবাসের এই ভিডিওটি ইতিমধ্যে সাত লাখেরও বেশি দর্শক দেখে ফেলেছেন।

পশু বিজ্ঞানীদের মতে সন্তান দুর্বল বা রোগগ্রস্ত হলে মা বাঘ তাকে ফেলে চলে যায়। আবার মা যদি সন্তানের জন্ম দেয়ার পর আঘাতপ্রাপ্ত হয় তবে সে দুধ পান করানো থেকে বিরত থাকে। এ ক্ষেত্রে ঠিক কোনটি হয়েছিল তা জানা যায়নি। তবে নেট ব্যবহারকারীরা কুকুর মাকে ঘিরে খেলায় মত্ত বাঘ শাবকদের ভিডিও দেখতে মশগুল।