বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যাপল ল্যাপটপের বেলায় বিশেষ অবস্থান রয়েছে ১৩ ইঞ্চি আকারের পর্দার। প্রো বা এয়ার সব শ্রেণির ল্যাপটপেই আছে এই মাপ। এখান থেকে বড় আকারে গেছে প্রো শ্রেণি আর ছোট আকারে গেছে এয়ার। এবার গুজব হচ্ছে, প্রথমাবারের মতো ১৫ ইঞ্চি আকারে আসতে পারে ম্যাকবুক এয়ার।
নতুন সংস্করণটি বাজারে দুটি আকারে আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
অ্যাপল ১৩ ইঞ্চির পাশাপাশি তাদের ল্যাপটপের ১৫ ইঞ্চি সংস্করণ নিয়ে কাজ করছে, যেটিতে খানিকটা বড় পর্দা থাকার সম্ভাবনা রয়েছে।– বলছে ‘ডিস্প্লে সাপ্লাই চেইন কনসাল্টেন্ট’-এর প্রতিবেদন।
“২০২৩ সালের শেষ নাগাদ নতুন এ সংস্করণের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে।”– প্রতিবেদনটির বরাত দিয়ে বলছেন ‘টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিস’-এর বিশ্লেষক মিং চি কুয়ো।
নতুন ল্যাপটপটির নকশায় ম্যাকবুক এয়ারের মতোই ৩০ ওয়াটের অ্যাডাপ্টার থাকবে, শক্তি খরচের হিসাবে যেটি সর্বশেষ বের হওয়া ম্যাকবুক প্রো’র চেয়ে যথেষ্ট নিচে অবস্থান করবে। নতুন এ ল্যাপটপকে ‘ম্যাকবুক এয়ার নাও বলা হতে পারে’ বলে ধারণা করছেন কুয়ো। এটি ল্যাপটপের ব্রান্ডিং নিয়ে প্রশ্ন তৈরি করলেও উৎপাদন এখনো শুরু না হওয়ায় এটি জল্পনা ছাড়া আর কিছু নয় বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।
নতুন নকশায় ১৩ ইঞ্চির পাশাপাশি ১৫ ইঞ্চি ম্যাকবুক এয়ার তৈরির বিষয়টি অ্যাপলের বিবেচনায় ছিল, তবে শেষে এটি উৎপাদনের বিপক্ষেই সিদ্ধান্ত হয় বলে ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছিল গত বছর।
অ্যাপল অনেক সময় ধরেই বড় আকারের পর্দায় কম ক্ষমতার ল্যাপটপ বাজারে ছাড়েনি। সর্বশেষ বাজারে এসেছিল ‘আইবুক জি৪’ এবং ‘পাওয়ার জি৪’, যেগুলো ২০০৬ সালে ইনটেলে স্থানান্তরের পর আর আসেনি। তখন ১৩ ইঞ্চির চেয়ে বড় আকারের ‘নন প্রো অ্যাপল ল্যাপটপ’ হিসেবে ‘আইবুক জি৪’-এর একটি ১৪ ইঞ্চি সংস্করণ বের হয়েছিল।
বড় আকারের পর্দাসহ একটি ‘ম্যাকবুক এয়ার’ এর মতো ডিভাইস ব্যবহারকারীদের মাঝে জনপ্রিয় হতে পারে। কারণ এমন অনেকেই আছেন যারা একটু বড় পর্দা চান, তবে ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো কিনতে আগ্রহী নন বলে উঠে এসেছে ভার্জের প্রতিবেদনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।