ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তবে তাকে গাজায় চলমান যুদ্ধ থামাতে হবে। তিনি এই মন্তব্য করেছেন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সাক্ষাৎকারে।
ম্যাক্রোঁ সাক্ষাৎকারে বলেন, ‘আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি যিনি সক্রিয়, শান্তি চান এবং নোবেল শান্তি পুরস্কারও চান। কিন্তু এই পুরস্কার সম্ভব হবে তখনই, যখন আপনি এই যুদ্ধ থামাতে পারবেন।’ তিনি সরাসরি ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, ইসরায়েলের ওপর চাপ তৈরি করে গাজায় সামরিক অভিযান বন্ধ করাতে হবে এবং হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির জন্য উদ্যোগ নিতে হবে।
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে কোনো অবস্থাতেই হামাসকে পুরস্কৃত করা বলা যাবে না। বরং এটা ফিলিস্তিনি সিভিল অ্যাথরিটির অবস্থানকে শক্তিশালী করবে এবং হামাসকে আলাদা করে দেবে—এভাবে দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনা তৈরি করা যাবে।
মধ্যপ্রাচ্যে নতুন সামরিক বলয়! পাকিস্তান-সৌদি জোটে চাপে ভারত
ম্যাক্রোঁ মন্তব্যটি এমন এক সময়ে করলেন যখন গাজা-ইসরায়েল যুদ্ধ আন্তর্জাতিক কূটনীতিতে সরব বিষয় হয়ে আছে এবং বিভিন্ন দেশের নেতারা যুদ্ধের অবসান ও মানবিক সহায়তা নিয়ে আলাপ-আলোচনা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।