জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাখরনখর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন চারজন। এর মধ্যে দু’জন নারী।
নিহতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চমকপুরের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তকিমা আক্তার (৩৫), রজব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও জহুর আলীর মেয়ে আয়েশা বেগম (৩০) এবং অন্য একজন পুরুষের সিরাজগঞ্জেরবাসিন্দা রহিম মিয়া (২১)।
এ তথ্য নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন।
তিনি বলেন, ‘ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিলেন।’
ওসি আরও বলেন, ‘দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাক ও পিকআপ দুটিই বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।