বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সুন্দরী ও প্রভাবশালী অভিনেত্রী মধুবালা। তার আসল নাম মমতাজ জাহান দেহলভী। এই নাম নিয়ে অভিনয় শুরু করলেও অভিনেত্রী দেবিকা রানী তার নাম দেন মধুবালা।
১৯৬৯ সালের আজকের এই দিনে মাত্র ৩৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মধুবালার হৃৎপিণ্ডে জন্মগত ছিদ্র ছিল। ১৯৫০ সালে শারীরিক এ সমস্যা ধরা পড়ে, তখন ভারতে এর চিকিৎসা ছিল না। শুটিং সেটে প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। চিকিৎসকরা জানিয়ে দেন, বড়জোর এক বছর বাঁচবেন তিনি। কিন্তু পরে আরও ৯ বছর অসুখের সঙ্গে লড়াই করে মৃত্যুর কাছে হার মানেন এই অভিনেত্রী।
মধুবালাকে বলা হতো বলিউডের মেরিলিন মনরো। দুজনের সৌন্দর্যের তুলনা করা হয়েছে। তার বিষাদময় জীবনের কাহিনি বেদনাদায়ক। মধুবালা শিশুশিল্পী হিসেবে বলিউডে অভিনয় শুরু করেন। মূল চরিত্রে অভিনয় শুরু ১৪ বছর বয়সে ‘নীলকমল’ ছবিতে।
১৯৪২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত মাত্র ২৭ বছরের অভিনয় জীবনে ৭০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘মুঘল-ই-আজম’ (১৯৬০) মধুবালার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র। মধুবালা ১৯৩৩ সালের ১৪ ফেব্রুয়ারি এক দরিদ্র পরিবারে জম্মগ্রহণ করেন। বাবার চাকরির সুবাধে মুম্বাই চলে আসেন অভিনেত্রী। মধুবালা কয়েকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। সে সময়ের জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে তার প্রেমকাহিনি বেশ সাড়া জাগিয়েছিল। পাঁচ বছর প্রেমের পর দিলীপ কুমার দুটি শর্ত দিয়েছিলেন মধুবালাকে। প্রথমত নিজের পরিবার ছাড়তে হবে; দ্বিতীয়ত ছাড়তে হবে অভিনয়ও।
বলিউড ছাড়তে রাজি হলেও নিজের মা-বাবাকে ছাড়তে নারাজ ছিলেন মধুবালা। এরপরই দিলীপ কুমার-মধুবালার সম্পর্ক ভেঙে যায়। এরপর ‘চলতি কা নাম গাড়ি’ ছবিতে সে সময়ের বিখ্যাত গায়ক ও কমেডি কিং নামে খ্যাত কিশোর কুমারের সঙ্গে পরিচয় হয়। ১৯৬০ সালে তাকে বিয়ে করেন মধুবালা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।