বলিউডে পা রাখার পাশাপাশি অন্য এক ইচ্ছার কথা প্রকাশ করলেন অভিনেত্রী মধুমিতা

বিনোদন ডেস্ক : এবার বলিউডে পা রাখছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শুধু তাই নয় মুম্বাইয়ের পাশাপাশি বাংলার পাখির উড়ার ইচ্ছা দক্ষিণী ইন্ডাস্ট্রির আকাশেও। ফলে তিনি যে আর কেবল টালিউডে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইছেন না সেটা বলাই বাহুল্য।

মধুমিতা সরকার

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, মধুমিতা সরকার একটি বলিউডের সিনেমার জন্য মনোনীত হয়েছেন। সিনেমাটির জন্য অডিশন পর্ব শেষ এবার পালা প্রস্তুতি শুরুর। সেখানে গিয়ে তিনি এই সিনেমাটির জন্য ওয়ার্কশপ করবেন এবং ভাষার প্রশিক্ষণ নেবেন।

জানা যায় কেবল এটিই নয়। আরও একটি হিন্দি ওয়েব সিরিজের জন্যও তিনি প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন। তবে সেই কাজ তিনি পাচ্ছেন কিনা নির্ভর করবে অডিশনের উপর। ফলে বোঝাই যাচ্ছে মুম্বাইতে তিনি পুরোদমে কাজ নিয়েই যাচ্ছেন।

অভিনেত্রী হিমুর বয়ফ্রেন্ড রাফির বিরুদ্ধে প্রতিবেদন ১ জুলাই

কীভাবে বলিউড কাজের সুযোগ এল এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বলিউডে কাজ করার ইচ্ছে ছিলই। কিন্তু কখনও নিজে থেকে মুম্বাইতে গিয়ে কাজের চেষ্টা করিনি। তবে আমার সিনেমা চিনির একটি রিল ভাইরাল হয়েছিল, সেটাই পরিচালক দেখেন। তারপর আমার সঙ্গে যোগাযোগ করেন।’