ছোট্ট ড্রেসে ঝড় তুললেন মধুমিতা, ভাইরাল ছবি

মধুমিতা সরকার

বিনোদন ডেস্ক : সম্প্রতি ইনস্টাগ্রামে কর্সেট টপ ও রিপড জিন্সে মধুমিতা সরকার ছবি শেয়ার করেছেন। এই ক্যাজুয়াল আউটফিটে চমৎকার লাগছে অভিনেত্রীকে। ঠিক কেমন সেজেছিলেন তিনি?

মধুমিতা সরকার

মধুমিতা সরকারের রূপের আগুনে কত অনুরাগীই যে পাগল হয়েছেন, তার হিসেব রাখা বেশ মুশকিল। শুধুমাত্র সৌন্দর্যেই সবাইকে মোহিত করেছেন, এমনটা নয় কিন্তু! বরং তাঁর অভিনয় দক্ষতার জন্যেও প্রথমে ছোট পর্দা ও পরে বড় পর্দাতেও প্রশংসা পেয়েছেন মধুমিতা। তবে শুধুই অভিনয় বা সৌন্দর্যের জন্যেই যে মধুমিতাকে নিয়ে চর্চা হয় তা নয়, বরং তাঁর স্টাইলিং নিয়েও যথেষ্ট চর্চা হয়!

কখনও শাড়ি পরে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। আবার কখনও বোল্ড ড্রেস পরে হটনেসে মাতিয়ে তুলেছেন সবাইকে। আবার ক্যাজুয়ালেও যে এরকমভাবে বোল্ড লুক তৈরি করা যায়, তা আগেও প্রমাণ করেছেন মধুমিতা। এবারও সেই একই ছবি দেখা গেল। সাদা কর্সেট টপ এবং রিপড জিন্সে মধুমিতাকে) দেখাচ্ছিল সুপারহট!

মধুমিতা সরকার

সম্প্রতি ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের এই ক্যাজুয়াল লুকের ছবি শেয়ার করেছেন মধুমিতা সরকার। এই ধরনের লুক আপনি চাইলে কোনও ডে আউটিংয়ে ক্যারি করতেই পারেন। আবার বিশেষ মানুষের সঙ্গে লাঞ্চ বা ডিনার ডেটে গেলেও পরতে পারেন। অবশ্যই ভালো লাগবে আপনাকে।

ঠিক যেরকম সাদা রঙের একটি টপ মধুমিতা সরকার পরেছেন, এরকম টপ কিন্তু বেশ ট্রেন্ডিং। যা সবাইকে তাক লাগাতে পারে। নিজের ফ্যাশানিস্তা ইমেজ প্রকাশ করার জন্যে এই ধরনের টপ কিন্তু খুব ভালো অপশন হবে। রিপড জিন্স ও কর্সেট টপে কেমন সেজেছিলেন মধুমিতা? এক এক করে দেখে নিন ফ্যাশনের খুঁটিনাটি।

এই লুকটিকে ক্যাজুয়াল লুক বলাই চলে। কিন্তু ক্যাজুয়াল লুকেও কীভাবে তাপমাত্রার পারদ বাড়াতে হয়, তা মধুমিতা সরকারের থেকে ভালো কে জানেন! এবারও তার অন্যথা হল না। একটি সাদা রঙের ক্রপ টপ পরেছেন মধুমিতা সরকার। এই ক্রপ টপ তাঁর লুকে যোগ করেছে হট টাচ। ক্রপড প্যাটার্নের এই টপকে কর্সেটও বলা হয়।

মধুমিতা সরকার

কর্সেট একসময় অন্তর্বাস হিসেবে পরা হলেও এখন তা আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় অন্যতম ট্রেন্ড হয়ে উঠেছে। এখন আর অন্তর্বাস হিসেবে নয়, বরং ড্রেসে বা টপে এই কর্সেট প্যাটার্ন দেওয়া হচ্ছে। মধুমিতা সরকারের এই টপেও রয়েছে কর্সেট টাচ। সাদা এই কর্সেট টপে দুর্দান্ত দেখাচ্ছে তাঁকে।

ক্রপড হওয়ার পাশাপাশি টপের নেকলাইনও ছিল দেখার মতো। ডিপ ভি নেকলাইন দেওয়া হয়েছে টপে। এটি অফ শোল্ডার। তাই মধুমিতার নেক এরিয়া হাইলাইট হয়েছে। এই টপে বেশ হট লাগছে অভিনেত্রীকে। পোজ দেওয়ার সময়ে নিজের সৌন্দর্য ফ্লন্ট করার কোনও সুযোগই ছাড়েননি অভিনেত্রী।
মধুমিতা সরকার

এই লুকটিকে ক্যাজুয়াল লুক বলাই চলে। কিন্তু ক্যাজুয়াল লুকেও কীভাবে তাপমাত্রার পারদ বাড়াতে হয়, তা মধুমিতা সরকারের থেকে ভালো কে জানেন! এবারও তার অন্যথা হল না। একটি সাদা রঙের ক্রপ টপ পরেছেন মধুমিতা সরকার। এই ক্রপ টপ তাঁর লুকে যোগ করেছে হট টাচ। ক্রপড প্যাটার্নের এই টপকে কর্সেটও বলা হয়।

কর্সেট একসময় অন্তর্বাস হিসেবে পরা হলেও এখন তা আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় অন্যতম ট্রেন্ড হয়ে উঠেছে। এখন আর অন্তর্বাস হিসেবে নয়, বরং ড্রেসে বা টপে এই কর্সেট প্যাটার্ন দেওয়া হচ্ছে। মধুমিতা সরকারের এই টপেও রয়েছে কর্সেট টাচ। সাদা এই কর্সেট টপে দুর্দান্ত দেখাচ্ছে তাঁকে।

ক্রপড হওয়ার পাশাপাশি টপের নেকলাইনও ছিল দেখার মতো। ডিপ ভি নেকলাইন দেওয়া হয়েছে টপে। এটি অফ শোল্ডার। তাই মধুমিতার নেক এরিয়া হাইলাইট হয়েছে। এই টপে বেশ হট লাগছে অভিনেত্রীকে। পোজ দেওয়ার সময়ে নিজের সৌন্দর্য ফ্লন্ট করার কোনও সুযোগই ছাড়েননি অভিনেত্রী।

মধুমিতা একটি টর্নড স্কিনি জিন্স পরেছেন। বর্তমানে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়া ও দেশীয় ফ্যাশনেও টর্নড জিন্স ট্রেন্ডিং। যদিও এখন ফ্যাশন দুনিয়ায় স্কিনি জিন্সের থেকে বেশি নন-স্কিনি জিন্সই গুরুত্ব পাচ্ছে। আর তাতেই চমৎকার চমৎকার লুক উপহার দিচ্ছেন ইনফ্লুয়েন্সার ও তারকারা। মধুমিতা সরকারকে এর আগেও নন স্কিনি টর্নড জিন্সে দেখা গিয়েছে। এবারও রিপড জিন্সে স্টাইলিং করেছেন তিনি।

মধুমিতা সরকার

আসলে বিগত কয়েক বছরে আবার ফিরে এসেছে এই নন-স্কিনি ট্রেন্ড। ফ্যাশানিস্তারা সেই কথা ভালোই জানেন। মধুমিতা সরকারও যে এই ফ্যাশন ট্রেন্ডের বিষয়ে যথেষ্ট অবগত, তা তাঁর স্টাইলিং বুঝিয়ে দেয়। থাই ও হাঁটুর কাছে টর্নড ডিটেইল জিন্সের লুককেই পুরো পাল্টে দিয়েছে। মধুমিতাও দারুণভাবেই ফ্লন্ট করেছেন এই অংশ।

মধুমিতা যে অ্যাকসেসরিজ দুটি এই লুক সম্পূর্ণ করার জন্য ক্যারি করেছেন, তা অসাধারণ। তাঁর পায়ে ছিল পাম্প হিলস। কালো হিলসে বাজিমাত করেছেন মধুমিতা। এদিকে তাঁর এই সানগ্লাস লুককে কমপ্লিমেন্ট দিচ্ছে। ন্যুড মেকআপ করেছেন। খোলা চুলে অভিনেত্রীর সৌন্দর্য যেন উপচে পড়ছে। সব মিলিয়ে অভিনেত্রীর এই নতুন লুকটি দেখার মতোই। আপনার কেমন লাগল?