‘ধক ধক’ গার্ল মাধুরীর গোপন প্রেমিকদের তথ্য ফাঁস

মাধুরী

বিনোদন ডেস্ক : চলো, বাইকে করে পাহাড়ে যাই— এমন মধুর প্রস্তাবে ২০ বছর ধরে বাইকে না চড়া মেয়েটিও রাজি। সেই রোমান্টিক বাহনে ছুটে চলেন পাহাড়ের চূড়ায়। মন দেয়া-নেয়া সেখানেই। তারপর বিয়ের রিসিপশন। ছেলেটির এবার অবাক হওয়ার পালা।

মাধুরী

ভারতীয় চিকিৎসক শ্রীরাম নেনের কোনো ধারণাই ছিল না তিনি বিয়ে করতে যাচ্ছেন বলিউডের ‘ধক ধক’ গার্ল’ মাধুরী দীক্ষিতকে। বিয়ের পরে সংসারের রসায়নও বেশ চমৎকার। তবে ভরা যৌবনে মাধুরীর গোপন প্রেমিকও ছিলেন কেউ কেউ।

১৯৮৪ সালে ‘অবোধ’ চলচ্চিত্রের মাধ্যমে মাধুরীর অভিষেক ঘটে বলিউডে। ১৯৮৮ সালে ‘তেজাব’ ছবির মাধ্যমে দর্শকমহলের সর্বত্র বিপুল সাড়া ফেলেন। অভিনয়ের পাশাপাশি তার সহজাত সৌন্দর্যচর্চা এবং নৃত্যকলায় সমান দক্ষতা ছিল, এখনো আছে।

বলিউডের জনপ্রিয় তারকা হিসেবে গণমাধ্যমসহ প্রচারমাধ্যমের সংবাদ শিরোনামে জায়গা করে নেন মাধুরী। হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য তাকে ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ পুরস্কার দেয়া হয়।

নায়িকা হিসেবে বিভিন্ন ছবিতে অভিনয় করতে গিয়ে অনেক নায়কের সঙ্গে অনেক ঘনিষ্ঠ হতে হয়েছে মাধুরীকে। সে সময়ে গড়ে উঠেছে নাকি প্রেমের সম্পর্ক। এমনি তথ্য জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

‘রাম-লক্ষণ’, ‘পরীন্দা’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় নাকি অনিল কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মাধুরী দীক্ষিত। এরপর সুপারহিট ছবি ‘দিল’-এ অভিনয়ের সময় নায়িকার নাম জড়ায় ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সঙ্গে।

শোনা যায়, ‘কয়লা’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘হাম তুমহারে হ্যায় সানম’— বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে পরপর ছবিতে অভিনয়ের সময় তার সঙ্গেও মাধুরীর রসায়নের কথা শোনা গিয়েছিল।

আরেক সুপারস্টার সালমান খানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। শোনা যায়, মাধুরী-সালমান জুটির ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবির সময় নাকি সালমানের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন মাধুরী দীক্ষিত।

১৯৯১ সালের গোড়ার দিকে ‘সাজন’ ছবিতে অভিনয়ের সময় মাধুরীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সঞ্জয় দত্তের। সে সময় বি-টাউনের অনেকেই জানত মাধুরী-সঞ্জুর প্রেমের কথা। তবে ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে সঞ্জয় দত্তের নাম জড়ানোর পর তাদের সম্পর্কে ইতি ঘটে।

শোনা যায়, একসময় ভারতীয় দলের ক্রিকেটার অজয় জাদেজার প্রেমে হাবুডুবু খেতেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। যদিও তাদের সেই সম্পর্কে অজয়ের পরিবারের সমর্থন ছিল না। তা সত্ত্বেও তাদের সেই সম্পর্কে ভাটা পড়েনি।

৮টি খাবারে দ্রুত বৃদ্ধি হবে আপনার দৈহিক শক্তি

তবে পরবর্তীকালে ম্যাচ গড়াপেটায় অজয় জাদেজার নাম জড়ানোয় মাধুরী-অজয়ের সম্পর্ক ভেঙে যায়। এরপরই তিনি ড. নেনেকে বিয়ে করেন। তার সঙ্গেই চুটিয়ে সংসার করছেন দুই যুগ ধরে। দুই সন্তানের অভিভাবক মাধুরী-নেনে দম্পতি।