মাধুরীর সঙ্গে ‘সামি সামি’ গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো রাশমিকা

মাধুরী ও রাশমিকা

বিনোদন ডেস্ক : ‛ঝালাক দিক লাজা সিজন ১০’ র মঞ্চে এবার একই ফ্রেমে নেচে তাক লাগালেন মাধুরী দীক্ষিত ও রশ্মিকা মন্দানা। দিন কয়েক আগে এই মঞ্চে উপস্থিত হয়েছিলেন ‛পুষ্পা’ খ্যাত অভিনেত্রী। যদিও এবার কোনো দক্ষিণী সিনেমার প্রমোশনে নয়। রশ্মিকার হিন্দি ছবি ‛গুডবাই’ র প্রোমোশনের জন্য হাজির হয়েছিলেন অভিনেত্রী।

মাধুরী ও রাশমিকা

ছবিটি একটি ফ্যামিলি ড্রামা। সিনেমায় অমিতাভ বচ্চনের মেয়ের চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। নাচের রিয়েলিটি শোয়ে এসে রশ্মিকাকে মাধুরী দীক্ষিতের সঙ্গে ‛পুষ্পা’ (Pushpa) সিনেমার জনপ্রিয় ‛Saami Saami’ গানে নাচতে দেখা গিয়েছে। কালারর্স টিভির পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয়েছিল এই প্রোমো।

এদিনের এপিসোডে রশ্মিকা ধরা দিয়েছিলেন নীল রঙের প্যান্ট সঙ্গে সিকোয়েন্সের ব্রালেট ও স্রাগে। আর মাধুরীর পরণে রয়েছে লেহেঙ্গা। এদিনের ডান্স রিয়েলিটি শোয়ের মঞ্চে এসে রশ্মিকা জানিয়েছিলেন যে, ‛আজ আমি অভিনেত্রী। তার কারণ আমি তোমাকে (মাধুরী দীক্ষিত) অনুকরণ করেছি। তোমার মতো করে নাচার চেষ্টা করেছি। আর আজকে আমি এখানে’।

পাঙ্গাস মাছের উপকারিতা ও অপকারিতা, যা অনেকেই জানেন না

‘পুষ্পা’ সিনেমা করার পর থেকেই রশ্মিকার জনপ্রিয়তা বেড়েছে হুড়হুড়িয়ে। এককথায় বলতে গেলে রশ্মিকা পরিণত হয়েছে ‛ন্যাশনাল ক্রাশ’ এ। দক্ষিণী ছবিতে সাফল্যের পর এবার বলিউডে কাঁপাতে এসেছেন অভিনেত্রী। এমনকি বেড়েছে তার পারিশ্রমিকও। আগামী দিনে তাকে ‛অ্যানিম্যাল’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তার বিপরীতে থাকবেন রণবীর কাপুর।